আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহ। শশুর কি ছেলের বউকে মেয়ের মতো আদর করে কপালে চুমু দেয় তাহলে কি কোনো সমস্যা হবে মানে দিতে পারবে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে?
আমার বিয়ে হয়েছে ২ মাস হবে। শশুর শাশুরি দুইজনই আদর করেন। আমি হোস্টেলে থেকে পড়াশুনা করি, আমার শশুর আমাকে দেখে, দেখার সুযোগ হয়নি, এভাবে প্রতি সপ্তাহে দেখা করতে আসেন, যেহেতু বাইরে দেখা করি নিকাব পরা থাকে তাই দেখেননি আমায়।