আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
19 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ ওস্তায।

আমি একজন অবিবাহিত মেয়ে। আমার বিয়ের কথাবার্তা চলছে। যাই হোক, আমি একই ধরনের স্বপ্ন বারবারই দেখছি।

(১) ছয় মাস আগে স্বপ্নে দেখি যে, আমি আমার পরিবার নিয়ে মামাবাড়িতে গিয়েছি। সেখানে গিয়ে দেখি যে, ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। আমি কৌতুহলবশত আমার আম্মুকে জিজ্ঞেস করি যে, "এখানে কি হচ্ছে?" আমার আম্মু জবাবে বলে যে, "আজ তোমার বিয়ে। তুমি জানো না?" আমি অবাক হয়ে বলি," কি..! আজ আমার বিয়ে। আর আমিই জানিনা।" তারপর আমার মামাতো বোনেরা আমাকে সাজাতে ঘরে নিয়ে যায়। আর তখনই আমার এক মামাতো বোন হাতে লাড্ডু/ মিষ্টি খেতে খেতে আসছিল। যেটা দেখে আমারো খেতে মন চায়। আমি ওকে বলি যে, " আমাকেও একটু দাও প্লিজ।" ও বলে যে, "আমার কাছে আর এক্সট্রা নেই। তুমি বাইরে থেকে নিয়ে আসো। বাইরে অনেক রাখা আছে।" আমি ওর কথা শুনে বাইরে মিষ্টি আনতে যাই। কিন্তু মিষ্টি পাইনা।‌তবে দেখি যে আমার মামাবাড়ির সামনে একটা রাস্তা আছে। ওখানে আমার আম্মু পর্দা ছাড়া সাধারণ ঘরের পোশাক পরেই আমার মামীদের সাথে গল্প করছে। আমি আম্মুকে বলি যে, "তুমি হিজাব পড়ো নাই কেন?" আম্মু বলে যে, এখানে কোনো পুরুষ মানুষ নাই। তারপর আমি বলি যে, আমাকে একটা মিষ্টি দাও। আমি মিষ্টি খাবো। আম্মু বলে, মিষ্টি বাইরে আছে। তুমি এখানে আসো আর খাও। আমি বলি যে, আমি হিজাব পরি নাই। তো আম্মু বলে যে, এখানে কোনো লোক নাই। তুমি নিশ্চিন্তে আসো। আমি আম্মুর কথা শুনে বের হতেই দেখি যে একজন ভ্যান ওয়ালা এদিকে আসছে। আমি ওনাকে দেখে ভ্যানের নিচে লুকাই। আর পাশে থাকা কালো কাপড় দিয়ে পর্দা করি। আর উনি আমাকে না দেখেই ভ্যানে করে রাওনা দেয়। আর তখনই ভ্যানের পিছনে আমার নানি দৌড়াতে দৌড়াতে বলেন যে, তুমি শ্বশুড়বাড়িতে যাচ্ছো। যাওয়ার আগে এগুলো নিয়ে যাও। আমি জিনিসগুলো নিয়ে ভ্যান ওয়ালার সাথে চলতে থাকি। রাস্তাগুলো অনেক প্রশস্ত এবং সুন্দর ছিল।


(২) আজ থেকে ৫/৬ দিন আগে এই স্বপ্ন দেখি। আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। আমার বিয়ে । আমার বিয়ে হওয়ার পর আমি জাওযের সাথে বসে গল্প করছি। সাথে আমার মামাতো বোনেরাও আছে। তো উনি আমাকে বলেন‌ যে, "আমাকে এক কাপ চা বানিয়ে দাও।" আমি চা বানানোর জন্য আমার বোনদের নিয়ে রান্নাঘরে যাই। আর চা বানানোর শেষ পর্যায়ে আমার ঘুম ভেঙ্গে যায়। আমি এখানে আমার জাওযের ভূমিকায় যাকে দেখেছি সে আমার পূর্বপরিচিত। কিন্তু কে সেটা আমি মনে করতে পারছি না। তবে অনেক পরিচিত মনে হচ্ছে।


(৩) কয়েকদিন টানা একই স্বপ্ন দেখছি। সেটা হচ্ছেঃ আমার বাড়িতে আমার বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সবাই খুব খুশি। আর আমিও খুব খুশি। আমি কনের সাজে বসে আছি। আর আমার জাওযের আসার অপেক্ষা করছি।

এই ছয় মাসের মধ্যে এরকম বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। তবে আমি ভুলে গিয়েছি সেগুলো। স্পষ্ট মনে নেই। মেহেরবানী করে এগুলোর কল্যাণকর এবং তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলে মুনাসিব হয় ওস্তায।‌

1 Answer

0 votes
ago by (680,280 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
 الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير) 
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)

হযরত আবু রাযিন আল-উক্বাইলী রাঃ বলেন নবী কারীম সাঃ বলেছেন
، عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا، فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ». 
মু'মিনের স্বপ্ন হচ্ছে নবুওতের চল্লিশভাগের এক ভাগ(অর্থাৎ তা সত্যরূপ পরিনত হয়ে থাকে),যে স্বপ্ন দেখেছে স্বপ্নটা তার উপর ঘুর্ণায়মান থাকে যতক্ষণ না কারো কাছে ব্যক্ত করে,অতঃপর যখন সে কারো কাছে ব্যক্ত করে (এবংঐ ব্যক্তি এর কোনো ব্যখ্যা প্রদান করে) তখন ঐ ব্যখ্যা অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়িত হয়।(তিরমিযি হাদীস নং ২২৭৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার মনমত স্থানেই বিয়ে হবে যদি আল্লাহ চান। আল্লাহ কবুল করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...