আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ ওস্তায।
আমি একজন অবিবাহিত মেয়ে। আমার বিয়ের কথাবার্তা চলছে। যাই হোক, আমি একই ধরনের স্বপ্ন বারবারই দেখছি।
(১) ছয় মাস আগে স্বপ্নে দেখি যে, আমি আমার পরিবার নিয়ে মামাবাড়িতে গিয়েছি। সেখানে গিয়ে দেখি যে, ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। আমি কৌতুহলবশত আমার আম্মুকে জিজ্ঞেস করি যে, "এখানে কি হচ্ছে?" আমার আম্মু জবাবে বলে যে, "আজ তোমার বিয়ে। তুমি জানো না?" আমি অবাক হয়ে বলি," কি..! আজ আমার বিয়ে। আর আমিই জানিনা।" তারপর আমার মামাতো বোনেরা আমাকে সাজাতে ঘরে নিয়ে যায়। আর তখনই আমার এক মামাতো বোন হাতে লাড্ডু/ মিষ্টি খেতে খেতে আসছিল। যেটা দেখে আমারো খেতে মন চায়। আমি ওকে বলি যে, " আমাকেও একটু দাও প্লিজ।" ও বলে যে, "আমার কাছে আর এক্সট্রা নেই। তুমি বাইরে থেকে নিয়ে আসো। বাইরে অনেক রাখা আছে।" আমি ওর কথা শুনে বাইরে মিষ্টি আনতে যাই। কিন্তু মিষ্টি পাইনা।‌তবে দেখি যে আমার মামাবাড়ির সামনে একটা রাস্তা আছে। ওখানে আমার আম্মু পর্দা ছাড়া সাধারণ ঘরের পোশাক পরেই আমার মামীদের সাথে গল্প করছে। আমি আম্মুকে বলি যে, "তুমি হিজাব পড়ো নাই কেন?" আম্মু বলে যে, এখানে কোনো পুরুষ মানুষ নাই। তারপর আমি বলি যে, আমাকে একটা মিষ্টি দাও। আমি মিষ্টি খাবো। আম্মু বলে, মিষ্টি বাইরে আছে। তুমি এখানে আসো আর খাও। আমি বলি যে, আমি হিজাব পরি নাই। তো আম্মু বলে যে, এখানে কোনো লোক নাই। তুমি নিশ্চিন্তে আসো। আমি আম্মুর কথা শুনে বের হতেই দেখি যে একজন ভ্যান ওয়ালা এদিকে আসছে। আমি ওনাকে দেখে ভ্যানের নিচে লুকাই। আর পাশে থাকা কালো কাপড় দিয়ে পর্দা করি। আর উনি আমাকে না দেখেই ভ্যানে করে রাওনা দেয়। আর তখনই ভ্যানের পিছনে আমার নানি দৌড়াতে দৌড়াতে বলেন যে, তুমি শ্বশুড়বাড়িতে যাচ্ছো। যাওয়ার আগে এগুলো নিয়ে যাও। আমি জিনিসগুলো নিয়ে ভ্যান ওয়ালার সাথে চলতে থাকি। রাস্তাগুলো অনেক প্রশস্ত এবং সুন্দর ছিল।
(২) আজ থেকে ৫/৬ দিন আগে এই স্বপ্ন দেখি। আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। আমার বিয়ে । আমার বিয়ে হওয়ার পর আমি জাওযের সাথে বসে গল্প করছি। সাথে আমার মামাতো বোনেরাও আছে। তো উনি আমাকে বলেন‌ যে, "আমাকে এক কাপ চা বানিয়ে দাও।" আমি চা বানানোর জন্য আমার বোনদের নিয়ে রান্নাঘরে যাই। আর চা বানানোর শেষ পর্যায়ে আমার ঘুম ভেঙ্গে যায়। আমি এখানে আমার জাওযের ভূমিকায় যাকে দেখেছি সে আমার পূর্বপরিচিত। কিন্তু কে সেটা আমি মনে করতে পারছি না। তবে অনেক পরিচিত মনে হচ্ছে।
(৩) কয়েকদিন টানা একই স্বপ্ন দেখছি। সেটা হচ্ছেঃ আমার বাড়িতে আমার বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সবাই খুব খুশি। আর আমিও খুব খুশি। আমি কনের সাজে বসে আছি। আর আমার জাওযের আসার অপেক্ষা করছি।
এই ছয় মাসের মধ্যে এরকম বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। তবে আমি ভুলে গিয়েছি সেগুলো। স্পষ্ট মনে নেই। মেহেরবানী করে এগুলোর কল্যাণকর এবং তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলে মুনাসিব হয় ওস্তায।‌