অনেক বছর ধরে আমি পশ্চিমা ধাঁচের পোশাক যেমন টপস, শার্ট, স্কার্ট, টাইট গাউন ইত্যাদি পরতাম, যা প্রায় পশ্চিমা নারীদের মতো। কিন্তু এখন আমি ইসলামের পর্দা ও লজ্জাশীলতার নির্দেশনা অনুযায়ী জীবনযাপন শুরু করেছি — আল্লাহর সন্তুষ্টির জন্য হিজাব এবং বোরকা পরি, যেগুলো ইসলামি পর্দার গুরুত্বপূর্ণ অংশ। এজন্য আমি আর ওই ধরনের পোশাক পরি না।
আমার কাছে এখনো অনেক সেসব পোশাক USA-তে রয়ে গেছে। আমার প্রশ্ন হলো — যদি আমি এই পোশাকগুলো এমন নারীদের দান করি যারা ওয়েস্টার্ন পোশাক পরেন কিন্তু আর্থিকভাবে সেগুলো কিনতে পারেন না, তাহলে কি সেটা গুনাহ হবে? যদি এটি গুনাহ হয়, তাহলে কি আমাকে সেগুলো ফেলে দেওয়া উচিত?