আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত অস্বস্তিতে ভুগছি। আমার বিয়ে হয় ২০২২ এ। এক বছর পর থেকেই নানান অশান্তি, সমস্যায় আমি মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। চূড়ান্ত হতাশায় দ্বীন থেকেও দূরে সরে যাই। ওই সময় অন্য এক লোক এর প্রতি দূর্বল হয়ে পড়ি এবং আমি প্রথমে মিথ্যা বলেছি তাকে যে, আমার তালাক্ব হয়ে গিয়েছে। কিছুদিন পর তাকে বলেছি ফর্মাল তালাক্ব হয়নি, এখানে কিছু কথা আসলেই সত্য ছিল যে, আমি কিছু পরিস্থিতিতে আটকে ছিলাম। চাইলেও তালাক দিতে পারছিলাম না ভয়ে। পরিবার তালাক্বে সাপোর্ট দিলেও জীবন আরেক দফা নরক বানিয়ে দিত। আমার তালাক্বের প্রসিডিওর সম্পর্কে সঠিক জানা ছিলনা। ওই লোক যেহেতু একজন আইনজীবী, তাকে একজন আইনজীবী হিসেবে বিভিন্ন সময় ইসলামী আইন ও প্রচলিত আইনের তালাক নিয়ে প্রশ্ন করেছি। তার মাধ্যমে বিভিন্ন স্কলারের কাছে প্রশ্ন পাঠিয়েছি যে, তালাক্বে তাফউইজ নিলে কি শরীয়াহ সম্মত তালাক হবে কিনা। সে আমাকে ইসলামি আইন ও প্রসিডিওর বুঝিয়েছে। আমি জানি, আমি গোনাহ করেছি, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, সাথে তালাক নিয়ে মুক্তিও চাই। তালাকের পর ইদ্দত পালন করে আমি যদি এই লোককে বিয়ে করি তা কি শরীয়াহ সম্মত হবে? একজন বলল, আমার তালাক্বে তার সহযোগিতা নিলে নাকি সে আমার জন্য হারাম হয়ে যাবে। এটা কি সত্য?
শায়েখ, অনেক অনেক বিষয় আছে যা এখানে বলে শেষ করা যাবেনা কেন তালাক্বে নিতে আমি বাধ্য হচ্ছি। দ্বীতিয় এই লোকের সাথে বিয়ে না হলেও আমি তালাক্ব নিবোই, ওখানে থাকা সম্ভব না আমার পক্ষে। আমি অনুতপ্ত, লজ্জিত, সত্যিই ডিপ্রেসড আমার পক্ষ থেকে হওয়া গোনাহে। আমাকে প্লিজ এটা বলবেন যে, এই লোকের থেকে তথ্যগত যে সহায়তা আমি নিয়েছি, এর ফলে কি তাকে পরবর্তী তে বিয়ে করা যাবেনা?