বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مَالاً وَوَلَدًا وَإِنَّ وَالِدِي يَجْتَاحُ مَالِي . قَالَ " أَنْتَ وَمَالُكَ لِوَالِدِكَ إِنَّ أَوْلاَدَكُمْ مِنْ أَطْيَبِ كَسْبِكُمْ فَكُلُوا مِنْ كَسْبِ أَوْلاَدِكُمْ "
আমর ইবন শুআইব (রহঃ) তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমার সম্পদ ও সন্তান-সন্ততি আছে, আর আমার পিতা আমার মালের মুখাপেক্ষী। তখন তিনি বলেনঃ তুমি এবং তোমার মাল-সবই তোমার পিতার। আর তোমাদের সন্তান-সন্ততি তোমাদের জন্য উত্তম উপার্জন। কাজেই, তোমরা তোমাদের সন্তানের উপার্জিত মাল ভক্ষণ করবে।(সুনানে আবু দাউদ-৩৪৯৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সন্তানের মাল সম্পদে বাবার একচ্ছত্র আধিপত্য বিরাজমান। তবে বাবার সম্পদে বাবার মৃত্যুর পূর্বে সন্তানের অধিকার সীমিত পর্যায়ের। সন্তান তার বাবাকে কোনো প্রকার জবাবদিহিতার সম্মুখীন করতে পারবে না। সুতরাং প্রশ্নের বিবরণমতে সন্তান তার বাবাকে টাকা খরচ করার ব্যয়খাত সম্পর্কে জবাবদিহিতার সম্মুখীন করতে পারবে না। হ্যা, মহব্বতের সাথে জিজ্ঞাসা করতে পারে। তবে বাবার উপর জবাব দেয়া ওয়াজিব না।