জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، قَالَ سَمِعْتُ مُجَالِدًا، يَذْكُرُ عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ فَخَطَّ خَطًّا وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَمِينِهِ وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَسَارِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ فِي الْخَطِّ الأَوْسَطِ فَقَالَ " هَذَا سَبِيلُ اللَّهِ " . ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ (وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلاَ تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ) .
জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত থাকা অবস্থায় তিনি একটি সরল রেখা টানলেন এবং তাঁর ডান দিকে দুটি সরল রেখা টানলেন এবং বাম দিকেও দুটি সরল রেখা টানলেন। অতঃপর তিনি মধ্যবর্তী রেখার উপর তাঁর হাত রেখে বলেনঃ এটা আল্লাহর রাস্তা। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) এবং এ পথই আমার সরল পথ। অতএব তোমরা এ পথেরই অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করো না, অন্যথায় তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। (সূরাহ আনআম ৬: ১৫৩)
(ইবনে মাজাহ ১১)
মানহাজ مَنْهَج অর্থ পথ,পন্থা,পদ্ধতি, রাস্তা ইত্যাদি।
منهج سلف الصالحين
সালাফে সালেহীনদের পথ।
منهج الحنفية
হানাফি রাস্তায় কুরআন হাদীসকে অনুসরণ করার রাস্তা।ইত্যাদি ইত্যাদি।
মানহাজ মূলত মাযহাবেরই অর্থবোধক শব্দ।মাযহাব সম্পর্কে জানতে ভিজিট করুন-
1799
মানহায বলতে সাধারণত আকিদা বুঝানো হয়। উনি কি উদ্দেশ্য নিয়েছেন, তা উনাকেই জিজ্ঞাসা করবেন। উনি হানাফি মাযহাবকে ফলো করে থাকলে হানাফি আকিদাকেই ফলো করবেন।
গায়রে মুকাল্লিদ হলে তাদের আকিদাকেই ফলো করতে হবে।
আরো জানুনঃ-
https://www.ifatwa.info/53448/
২ -
সে পানিতে অযু শুদ্ধ হবে।
আরো জানুনঃ-
তখন সে মগ বালতির পানিতে ডুবিয়ে পানি নিলে সে বালতির পানিতে অযু করা যাবে।
৩ - সে পানিতে অযু গোসল হবে।
৪ - হ্যাঁ, অযু আবশ্যক।
আরো জানুনঃ-
https://www.ifatwa.info/7123/
৫ -
মাঝে মাঝে ঘটনাক্রমে এমনটি করা যেতে পারে। তবে এটিকে নিয়মে পরিনত করা বা অভ্যাসে পরিণত করা খেলাফে সুন্নাত।
আরো জানুনঃ-
https://www.ifatwa.info/95128/
একসাথে মুনাযাত করতে কোনো সমস্যা নেই।
৬ - কারো জন্মদিনে যদি কিছু উপহার দেন, তাহলেও গুনাহ হবে।
৭ -
সুরা ফাতেহা ব্যাতিত অন্য সুরা হলে কোনো সেজদায়ে সাহু দিতে হবেনা।
সেজদায়ে সাহু আদায়ের পদ্ধতি সংক্রান্ত জানুনঃ
অন্য মাযহাবের মত জানুনঃ
আপন যেই মাযহাব মানেন,সেই মতের উপর আমল করবেন।
৮ - চাশত এবং যাওয়াল সলাত একসাথে চার রাকাআত পড়লেও হবে। দু রাকাত করে পড়লেও হবে।
সাধারণত ২ রাকাত করে পড়া হয়।
যাওয়াল সলাতের সময় সম্পর্কে জানুনঃ-
৯ -
মেয়েদের নাকি কাঁধে ব্যাগ নেওয়া জায়েজ আছে।
তবে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ জানো ফুটে না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে।
১০ -
এ সংক্রান্ত জানুনঃ-
আরো জানুনঃ-
১১ - আসরের ওয়াক্ত শুরু হওয়ার পর ওয়াক্তের সলাত এর আগে অন্য সলাত পড়া যায়। নফল পড়া যায়,কাজা সালাত আদায় করা যায় এবং কুরআন তিলওয়াত করা যায়।
আসরের সালাতের পর নফল পড়া যায়না,শুধুমাত্র কাজা সালাত আদায় করা যায়,কুরআন তিলাওয়াত যিকির আযকার করা যায়।
১২ -
এক্ষেত্রে সেই বাদামি বা খয়েরী স্রাব আসা শেষ হয়ে গেলে ফরজ গোসল করে সালাত আদায় করবেন।
১৩ -
মোবাইল আ্যপে কুরআন তিলওয়াত করার ক্ষেত্রে স্কীনে হাত দিলে অযু লাগবে। শুধুমাত্র কুরআনের অর্থ পড়লে সেক্ষেত্রে ওযু লাগবেনা।
তবে কুরআনের আয়াত লেখা স্থানে সরাসরি হাত দিয়ে স্পর্শ করা যাবেনা।
আরো জানুনঃ-
১৪ -
সেই অর্থের জন্য কুরবানী আবশ্যক হয়ে হয়ে যাবে।
বছর পূর্ণ হলে সেই অর্থের জন্য যাকাতও আবশ্যক হয়ে যাবে।
১৫ -
মালিকের/কর্তৃপক্ষের অনুমতি থাকলে নেওয়া যাবে। তাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলে নেওয়া যাবে না।
১৬ -
বিশেষ জরুরতে চেহারা দেখানোর অনুমতি ওলামায়ে কেরামগণ প্রদান করে থাকেন।
তো দুপুরে অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ পাশাপাশি ইস্তেগফার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
১৭ -
কাফের নারীদের সামনে পর্দা করতে হবে।
বিস্তারিত জানুনঃ-
১৮ - পর্দা করতে চোখ ঢাকা ফরজ নয়।
বিস্তারিত জানুনঃ-
চোখ না ঢাকলে বা কালো ছাড়া অন্য রঙের বা প্রিন্টের বোরকা পড়লেও পর্দা হয়।
তবে শর্ত হলো ঢিলেঢালা হতে হবে এবং আকর্ষণ সৃষ্টিকারী না হতে হবে।
আরো জানুনঃ-