আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
17 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
السلام عليكم و رحمته الله و باراكته
১ - দুজন ব্যাক্তি যারা হানাফি মাজহাব অনুসরণ করে। তবে মানহাজের দিকে ভিন্ন তাদের জন্য মাসয়ালাগুলোও কি একই হবে নাকি ভিন্ন হবে?  আসলে আমি জানতে চাইছি আইফতোয়ায় মাসয়ালাগুলো কি সকলের জন্য গ্রহণযোগ্য?
আর মানহাজ সম্পর্কে কিছু উত্তমভাবে বুঝিয়ে দিলে উপকৃত হব  إن شاء الله
কোন মানহাজটিকে উত্তম বলে মনে করেন?
২ - ট্যাপের পানিতে অযু করার সুযোগ নেই। মগে পানি ভরে অযু করি। তখন চেহারা থেকে ওযুর পানির ফোটা মগের পানিতে পড়ে যায় সে পানিতে অযু শুদ্ধ হবে কি?
আর মগটা ফ্লোরে রেখে অযু করলে। ফ্লোরে থাকা অযুর পানি মগে লেগে যায়। তখন সে মগ বালতির পানিতে ডুবিয়ে পানি নিলে সে বালতির পানিতে অযু করা যাবে কি?
৩ - ওযু করার সময়  কিংবা গোসলের সময় সতর্ক হয়ে করলেও  বালতির পানিতে ফোঁটা পড়ে যায়। এত পানি তো ফেলে দেয়া যায় না সে পানিতে অযু গোসল হবে কি?
৪ - শুকরিয়া সিজদাহ্ কিংবা এমনে সিজদাহ্ দেওয়ার জন্য কি ওযু লাগে?
৫ - শুনেছি  হানাফি মাজহাবের মতে  রমজানের তারাবি এবং বিতর সলাত ব্যাতিত আর কোন নফল সলাত জামাতে পড়া যায়না। তাহলে ঘরে হাজবেন্ড ওয়াইফ কি একসাথে জামাতে সলাত তাহাজ্জুদ  পড়া যায় না? এবং একসাথে মুনাযাত করা যায় না?
৬ - কারো জন্মদিনে যদি কিছু উপহার দেই তাহলেও কি গুনাহ হবে? আমার ছোট স্টুডেন্টরা আমার কাছে বার্থডে গিফট চায়। বুঝিয়েছি কিন্তু মন খারাপ করে।
৭ - সলাতের ভেতর অনেকসময় সূরা ভুল করে ফেলি তখন সূরাটা আবার পড়ি। এক্ষেত্রে কি সলাত আবার পড়তে হবে বা সাহু সিজদাহ দিতে হবে?
সাহু সিজদাহ্ দেওয়ার সঠিক পদ্ধতিটা কি?
৮ - চাশত এবং যাওয়াল সলাত কি একসাথে চার রাকাআত পড়ে নাকি দু রাকাত করে পড়ে?
যাওয়াল সলাতের সময়টা বুঝিনা। বুঝিয়ে দিলে উপকার হবে।
৯ - মেয়েদের নাকি কাঁধে ব্যাগ নেওয়া জায়েজ নেই কারণ এতে কাঁধ বোঝা যায় এটা কি সঠিক? ওড়না দিয়ে হিজাব পড়লেও তো কাধ বোঝা যায় তাহলে কি গুনাহ হবে? এবং যদি সম্পূর্ণ কালো বোরকা পড়ি। তবে পছন্দমত সুন্দর ব্যাগ ও জুতা, চশমা পড়ি তাহলেও কি গুনাহ হবে?
১০ - বিয়ের জন্য পাত্র দেখতে এলে।পাত্রি হিসেবে  পাত্রকে এমন কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারি যার মাধ্যমে আমি তার গায়রতের গভীরতা, কতটুকু সে দ্বীন লালন করে, তার দায়িত্বশীলতা কেমন , সে কর্মঠ কিনা, তার রিযিক হালাল কিনা  এবং তার আকিদাহ ও মানহাজ সম্পর্কে জানতে পারবো?
১১ -  আসরের ওয়াক্ত শুরু হওয়ার পর কি  ওয়াক্তের সলাত ব্যাতিত আর কোন সলাত পড়া যায় না?  এবং কুরআন তিলওয়াত করা যায়না?
১২ - আমার হায়েজ ৭ দিনের দিন সুস্থ হয় সাদাস্রাব দেখা যায় কিন্তু কয়েক ওয়াক্ত পড়ে আবার সাদাস্রাবের সাথে একেবারে সামান্য বাদামি বা খয়েরী স্রাব দেখা যায়। এক্ষেত্রে সলাতের বিধান কি?
১৩ - মোবাইল আ্যপে কুরআন তিলওয়াত করতে বা কুরআনের অর্থ পড়তে কি ওযু লাগে?
১৪ - যদি আমি কোন একটা হালাল উদ্দেশ্যে টাকা জমাই এবং তা যদি নেসাব পরিমাণ হয়ে যায়। তাহলে সে অর্থের জন্য যাকাত ও কুরবান  ফরয হয়ে যাবে?
১৫ - কোন অফিসে কাজ করলে সেখানের যদি স্টেশনারি অঢেল থাকে। এতে কিছু স্টেশনারি যেমন  - কলম, পিন, ক্লিপ ইত্যাদি জিনিস বাসার জন্য নিয়ে আসে তাহলে কি গুনাহ হবে?
১৬ - চেহারা পর্দার অন্তর্ভুক্ত। এবং আমি জানি তা ওয়াজীব। প্রয়োজনের খাতিরে চেহারা দেখালে যেমন - চিকিৎসা, কোন রাষ্ট্রীয় কাগজপত্র তৈরি ইত্যাদির জন্য চেহারা দেখালে কি গুনাহ হবে?  এবং  কেউ যদি মুখ খোলা রেখে শালীনতার সহিত চলাফেরা করে তাহলেও কি গুনাহ হবে?
পর্


১৭ - বেগানা এবং মুশরিক নারীদের সামনেও নাকি পর্দা করতে হবে। কিন্তু আমরা তো আমাদের বান্ধবীদের ও প্রতিবেশিদের সাথে   চলাফেরা করি দেখা দি এতে কি পর্দা ভাঙবে?  এবং গুনাহ হবে?
১৮ - পর্দা করতে কি চোখ ঢাকা ফরজ বা ওয়াজীব, সুন্নত কোনটায় পড়ে?  চোখ না ঢাকলে বা   কালো ছাড়া অন্য রঙের বা প্রিন্টের  বোরকা পড়লে কি পর্দা হয় না?  গুনাহ হয়?

1 Answer

0 votes
ago by (648,330 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ
 
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، قَالَ سَمِعْتُ مُجَالِدًا، يَذْكُرُ عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ فَخَطَّ خَطًّا وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَمِينِهِ وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَسَارِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ فِي الْخَطِّ الأَوْسَطِ فَقَالَ " هَذَا سَبِيلُ اللَّهِ " . ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ (وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلاَ تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ) .

জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত থাকা অবস্থায় তিনি একটি সরল রেখা টানলেন এবং তাঁর ডান দিকে দুটি সরল রেখা টানলেন এবং বাম দিকেও দুটি সরল রেখা টানলেন। অতঃপর তিনি মধ্যবর্তী রেখার উপর তাঁর হাত রেখে বলেনঃ এটা আল্লাহর রাস্তা। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) এবং এ পথই আমার সরল পথ। অতএব তোমরা এ পথেরই অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করো না, অন্যথায় তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। (সূরাহ আনআম ৬: ১৫৩)
(ইবনে মাজাহ ১১)

https://ifatwa.info/1828/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
মানহাজ مَنْهَج অর্থ পথ,পন্থা,পদ্ধতি, রাস্তা ইত্যাদি।

منهج سلف الصالحين
সালাফে সালেহীনদের পথ।

منهج الحنفية
হানাফি রাস্তায় কুরআন হাদীসকে অনুসরণ করার রাস্তা।ইত্যাদি ইত্যাদি।

মানহাজ মূলত মাযহাবেরই অর্থবোধক শব্দ।মাযহাব সম্পর্কে জানতে ভিজিট করুন- 1799

মানহায বলতে সাধারণত আকিদা বুঝানো হয়। উনি কি উদ্দেশ্য নিয়েছেন, তা উনাকেই জিজ্ঞাসা করবেন। উনি হানাফি মাযহাবকে ফলো করে থাকলে হানাফি আকিদাকেই ফলো করবেন।

গায়রে মুকাল্লিদ হলে তাদের আকিদাকেই ফলো করতে হবে।

আরো জানুনঃ- 
https://www.ifatwa.info/53448/

২ - 
সে পানিতে অযু শুদ্ধ হবে।

আরো জানুনঃ- 

তখন সে মগ বালতির পানিতে ডুবিয়ে পানি নিলে সে বালতির পানিতে অযু করা যাবে।

৩ -  সে পানিতে অযু গোসল হবে।

৪ - হ্যাঁ, অযু আবশ্যক। 

আরো জানুনঃ- 
https://www.ifatwa.info/7123/

৫ - 
মাঝে মাঝে ঘটনাক্রমে এমনটি করা যেতে পারে। তবে এটিকে নিয়মে পরিনত করা বা অভ্যাসে পরিণত করা খেলাফে সুন্নাত।

আরো জানুনঃ- 
https://www.ifatwa.info/95128/

একসাথে মুনাযাত করতে কোনো সমস্যা নেই।

৬ - কারো জন্মদিনে যদি কিছু উপহার দেন, তাহলেও গুনাহ হবে।

৭ - 
সুরা ফাতেহা ব্যাতিত অন্য সুরা হলে কোনো সেজদায়ে সাহু দিতে হবেনা।

সেজদায়ে সাহু আদায়ের পদ্ধতি সংক্রান্ত জানুনঃ

অন্য মাযহাবের মত জানুনঃ

আপন যেই মাযহাব মানেন,সেই মতের উপর আমল করবেন।

৮ - চাশত এবং যাওয়াল সলাত একসাথে চার রাকাআত পড়লেও হবে। দু রাকাত করে পড়লেও হবে।

সাধারণত ২ রাকাত করে পড়া হয়।

যাওয়াল সলাতের সময় সম্পর্কে জানুনঃ- 

৯ - 
মেয়েদের নাকি কাঁধে ব্যাগ নেওয়া জায়েজ আছে। 
তবে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ জানো ফুটে না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে।

১০ - 
এ সংক্রান্ত জানুনঃ- 

আরো জানুনঃ- 

১১ -  আসরের ওয়াক্ত শুরু হওয়ার পর  ওয়াক্তের সলাত এর আগে অন্য সলাত পড়া যায়। নফল পড়া যায়,কাজা সালাত আদায় করা যায় এবং কুরআন তিলওয়াত করা যায়।

আসরের সালাতের পর নফল পড়া যায়না,শুধুমাত্র কাজা সালাত আদায় করা যায়,কুরআন তিলাওয়াত যিকির আযকার করা যায়।

১২ - 
এক্ষেত্রে সেই বাদামি বা খয়েরী স্রাব আসা শেষ হয়ে গেলে ফরজ গোসল করে সালাত আদায় করবেন। 

১৩ - 
মোবাইল আ্যপে কুরআন তিলওয়াত করার ক্ষেত্রে স্কীনে হাত দিলে অযু লাগবে। শুধুমাত্র কুরআনের অর্থ পড়লে সেক্ষেত্রে ওযু লাগবেনা।

তবে কুরআনের আয়াত লেখা স্থানে সরাসরি হাত দিয়ে স্পর্শ করা যাবেনা।

আরো জানুনঃ- 

১৪ - 
সেই অর্থের জন্য কুরবানী আবশ্যক হয়ে হয়ে যাবে।

বছর পূর্ণ হলে সেই অর্থের জন্য যাকাতও আবশ্যক হয়ে যাবে।

১৫ -  
মালিকের/কর্তৃপক্ষের অনুমতি থাকলে নেওয়া যাবে। তাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলে নেওয়া যাবে না।

১৬ - 
বিশেষ জরুরতে চেহারা দেখানোর অনুমতি ওলামায়ে কেরামগণ প্রদান করে থাকেন।
তো দুপুরে অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ পাশাপাশি ইস্তেগফার চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

১৭ - 
কাফের নারীদের সামনে পর্দা করতে হবে।

বিস্তারিত জানুনঃ- 

১৮ - পর্দা করতে চোখ ঢাকা ফরজ নয়।

বিস্তারিত জানুনঃ- 

চোখ না ঢাকলে বা কালো ছাড়া অন্য রঙের বা প্রিন্টের  বোরকা পড়লেও পর্দা হয়।

তবে শর্ত হলো ঢিলেঢালা হতে হবে এবং আকর্ষণ সৃষ্টিকারী না হতে হবে।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...