আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
19 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ।
আমার এক দ্বীনি বোন, তার পরিবার মোটেই দ্বীনের উপর নেই। বিয়ের বয়স হওয়ার পর ও তাকে তার পরিবার বিয়ে দিচ্ছিলো না। আগে চাকরি তারপর বিয়ে। কিন্তু তার হাসবেন্ড, মেয়ের পরিবারকে রাজি করায় বিয়ের জন্য, এবং তাকে শর্ত দেয়া হয় যে, অবশ্যই মেয়েকে সরকারি চাকরি করতে দিবে।
বিয়ের পর তার পরিবার থেকে অনেক প্রেশার দেয়া হচ্ছে চাকরির জন্য। মেয়ে চাকরি করতে রাজি না। কিন্তু বাসায় বলার সাহস পাচ্ছে না। বললেও যে শুনবে, তাও না, চাকরি কর‍তেই হবে এমন অবস্থা। প্রতিদিন দুইবেলা তাকে চাকরির কথা বলা হয় ফোন দিয়ে।
সে এখন খুব মানসিক অশান্তিতে আছে। কি করবে বুঝতে পারছে না। আসলেই সরকারি চাকরির প্রিপারেশন নিবে নাকি ফ্যামিলি, ভবিষ্যৎ সন্তানের দিকে ফোকাস দিবে।
১. উস্তাদ এক্ষেত্রে তার করনীয় কি

২. পরিবারকে চাকরি না করার বিষয়টি কিভাবে বোঝাবে, এমন ভাবে যে পরিবার বেদ্বীন হওয়া সত্ত্বেও কনভিন্সড হবে

৩. যদি সরকারি চাকরি করে, তাহলে কি অসুবিধা আছে? সরকারি চাকরি মানেই কি ঘুষ কোনো না কোনো ভাবে যুক্ত? নাকি ঘুষ মুক্ত ভাবেও সরকারি চাকরি করা যাবে।


আফওয়ান উস্তাদ, তবে দয়া করে এক কথায় উত্তর না দিয়ে একটু ডিটেইলস এ বুঝিয়ে বললে মুনাসিব হয়। এক কথায় আমিও তাকে বুঝিয়েছি, কিন্তু পরিবার তো এক কথায় বুঝবে না। পরিবারকে বোঝানোর মতো করে দয়া করে বলবেন।

জাজাকুমুল্লাহ খইরন উস্তাদ।

1 Answer

0 votes
ago by (679,170 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।(সূরা আহযাব-৩৩)বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/3247

ফ্রি মিক্সিং পরিবেশ ব্যতীত পর্দা সম্মত হালাল যেকোনো চাকুরী করতে পারবে।তবে অবশ্যই পিতা বা স্বামীর অনুমতি সাপেক্ষ্যে।বিনা প্রয়োজনে চাকুরীতে না যাওয়াই উত্তম। যদি ফ্রি মিক্সিং চাকুরী করা ব্যতীত খোরাকীর অন্য কোনো ব্যবস্থা না থাকে,তাহলে ইস্তেগফারের সাথে রুখসত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/3503 


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
আপনার উচিত ফ্যামিলি, ভবিষ্যৎ সন্তানের দিকে ফোকাস দেওয়া। হ্যা, পর্দাসম্সত চাকুরী পেলে অবশ্যই তখন আপনার জন্য রুখসত বা অনুমোদন হবে।
যেহেতু আপনার চাকুরী ব্যতিত খোরাকির ব্যবস্থা রয়েছে, তাই ফ্রিমিক্সিং পরিবেশে আপনার জন্য চাকুরী করা উচিৎ হবে না।আপনি আপনার মাতাপিতাকে বুঝান।যদি তারা না বুঝেন, তাহলে পর্দা সম্মত বা তুলনামূলক বেপর্দা যেখানে কম, সেখানে আপনার জন্য রুখসত থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ago by (3 points)
সম্মানিত শায়েখ,
আমার প্রশ্নটি ছিলো, পরিবারকে কিভাবে বুঝাব সেটা নিয়ে। 
এ বিষয়ে পরিবারকে কিভাবে বোঝানো যায়। তারা অনেক জোড় করছে, তাদের চাকরি না করার বিষয়ে কিভাবে বোঝাতে পারি।

আর সরকারি চাকরি বিষয়েও জিজ্ঞেস করেছিলাম। সরকারি চাকরির সাথে ঘুষ ইনডিরেকটলি জড়িয়েই যায়। আমি ঘুষ না খেলেও ইনডিরেক্ট ওয়েতে আমার বেতনে ঘুষের টাকা আসলে সেটার ক্ষেত্রে করনীয় কি। সরকারি চাকরি কি একেবারেই এভয়েড করতে হবে নাকি করা যাবে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...