আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ।
আমার এক দ্বীনি বোন, তার পরিবার মোটেই দ্বীনের উপর নেই। বিয়ের বয়স হওয়ার পর ও তাকে তার পরিবার বিয়ে দিচ্ছিলো না। আগে চাকরি তারপর বিয়ে। কিন্তু তার হাসবেন্ড, মেয়ের পরিবারকে রাজি করায় বিয়ের জন্য, এবং তাকে শর্ত দেয়া হয় যে, অবশ্যই মেয়েকে সরকারি চাকরি করতে দিবে।
বিয়ের পর তার পরিবার থেকে অনেক প্রেশার দেয়া হচ্ছে চাকরির জন্য। মেয়ে চাকরি করতে রাজি না। কিন্তু বাসায় বলার সাহস পাচ্ছে না। বললেও যে শুনবে, তাও না, চাকরি কর‍তেই হবে এমন অবস্থা। প্রতিদিন দুইবেলা তাকে চাকরির কথা বলা হয় ফোন দিয়ে।
সে এখন খুব মানসিক অশান্তিতে আছে। কি করবে বুঝতে পারছে না। আসলেই সরকারি চাকরির প্রিপারেশন নিবে নাকি ফ্যামিলি, ভবিষ্যৎ সন্তানের দিকে ফোকাস দিবে।
১. উস্তাদ এক্ষেত্রে তার করনীয় কি
২. পরিবারকে চাকরি না করার বিষয়টি কিভাবে বোঝাবে, এমন ভাবে যে পরিবার বেদ্বীন হওয়া সত্ত্বেও কনভিন্সড হবে
৩. যদি সরকারি চাকরি করে, তাহলে কি অসুবিধা আছে? সরকারি চাকরি মানেই কি ঘুষ কোনো না কোনো ভাবে যুক্ত? নাকি ঘুষ মুক্ত ভাবেও সরকারি চাকরি করা যাবে।
আফওয়ান উস্তাদ, তবে দয়া করে এক কথায় উত্তর না দিয়ে একটু ডিটেইলস এ বুঝিয়ে বললে মুনাসিব হয়। এক কথায় আমিও তাকে বুঝিয়েছি, কিন্তু পরিবার তো এক কথায় বুঝবে না। পরিবারকে বোঝানোর মতো করে দয়া করে বলবেন।
জাজাকুমুল্লাহ খইরন উস্তাদ।