আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
জনাব মুফতি সাহেব, আমি একজন নতুন উদ্যোক্তা। আমি লিপ্পান আর্ট (হ্যান্ডমেইড ওয়াল আর্ট) নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করতে চাচ্ছি। আমার তেমন পুজি নেই। আমি আমার জমানো কিছু টাকা দিয়ে অপ্ল কিছু উপকরণ এনেছি। আমি একজন কারিগর এর সাথে যোগাযোগ করেছি তার থেকে কিছু উপকরণ কিনেছি সাথে তার হাতে কাজ দেখার জন্য একটা লিপ্পান আর্ট এনেছি। সে অনেক ভালো। এখন আমার এই প্রোডাক্ট গুলো তো বানিয়ে ঘরে রেখে দেওয়ার জিনিস না এগুলো কাস্টমারের পছন্দ মতো বানিয়ে দেওয়ার জিনিসা। যেমন কাঠের ফার্নিচার। দোকানে উপকরণ থাকে দোকানদার কারিগর দিয়ে বানায় তেমন। আমার তো বেশি পুজি নেই তাই আমি অল্প উপরণ এনেছি নিজে একটা বানিয়েছি আরেকটা বানানোর জন্য রেখে দিছি। এখন কাস্টমার যদি নিজের পছন্দ মতো অন্য কোনো ডিজাইন বানিয়ে নিতে চায় তাহলে আমি ভেবেছি সে কারিগর কে অর্ডারটা দিব সে বানিয়ে দিবে আমার পক্ষ থেকে। কিন্তু সমস্যা হচ্ছে ডেলিভারি নিয়ে আমার বাসা আর উনার বাসা অনেক দূরে তাই আমি চাচ্ছি পণ্য আমার বাসায় না এনে তিনি একবারে কাস্টমারে কাছে পাঠিয়ে দিক কারণ আমার বাসায় আনতে গেলে ১৫০ টাকা দামের একটা পন্যতে আরো ১৫০ টাকা খরচ যোগ হয়ে ৩০০ টাকা হয়ে যায় এমন হলে তো কেউ আমার থেকে নিবে না। কিন্তু পন্যের সব দ্বায় ভার আমি নিবো। আমি কাস্টমারকে ঠকাইতে চাই না। আসা রাখি কাস্টমার ঠকবে না। একটা ড্রেস বানাতে গেলেও কিন্তু অনেকজন এর হাত থেকে কাস্টমারের কাছে পৌঁছে। যেমন কেউ সুতা বানায় আবার কেউ কাপড় সে কাপড় আবার দর্জি শিলায় তারপর পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রেতা আবার খুচরা বিক্রি করে কাস্টমারে কাছে। আমাটা হচ্ছে এমন সে এক প্রকার আমার কারিগর এবং পাইকারি সেলার শুধু পন্যটা ডিরেক্ট কাস্টমারের কাছে যাবে। কিন্তু দ্বায় ভার আমার কোনো সমস্যা হলে আমি সেটার সমাধান দিতে চেষ্টা করবো।
আমার পুজি নাই দেখে তাহলে আমিও সব বানাইতে পারতাম এখন কাস্টমার আমার কাছ যেগুলা আছে সেগুলা চাইলে দআমি দিতে পারবো আর আমি কিছু টাকা হলে আমি নিজেই উপকরণ এনে বানিয়ে দিতে পারবো
আমার প্রশ্ন হলো, আমি নিজে এই আর্ট তৈরি করতে পারি কিন্তু আমার পুজি নেই বেশি এত উপকরণ বাসায় এনে রাখবো, বরং একজন দক্ষ কারিগর রয়েছেন যিনি অর্ডার পেলে আমার পক্ষ থেকে আর্ট তৈরি করেন। আমি মূলত ডিজাইন বাছাই, অর্ডার নেওয়া, কাস্টমারের সাথে যোগাযোগ, ডেলিভারি ও মান নিয়ন্ত্রণের কাজ করি। কাস্টমারকে আমি আগে থেকে পণ্যের দাম বলে দেই এবং কারিগর কাজ করে সরাসরি কাস্টমারের কাছে পাঠিয়ে দেন। আমি তাতে কিছু লাভ রাখি।
এ অবস্থায়:
1. আমি পণ্য নিজে তৈরি না করলেও এভাবে লাভ নেওয়া কি ইসলামically হালাল হবে?
2. পণ্য আমার জিম্মায় না থাকলেও (কারিগরের কাছেই থাকে), কাস্টমাইজ অর্ডার নিয়ে সরাসরি গ্রাহকের কাছে পাঠালে শরীয়তের দৃষ্টিতে সেটা বৈধ হবে কি?
3. আমি কি এভাবে কাজ করে নিজের উপার্জনকে হালাল রাখতে পারবো?
অনুগ্রহ করে আমাকে কুরআন-সুন্নাহ ও ফিকহের আলোকে দয়া করে বিস্তারিতভাবে উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো।