আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তাদ

আমি পাবলিক ইউনিভার্সিটি পড়ি, হলেই থাকি। উস্তাদ আমি বছর খানেক আগে একবার স্বপ্নে দেখি আমার হলে সিট হয়েছে, আমি হোস্টেল থেকে হলের উদ্দেশ্যে ভ্যান এ সমস্ত জিনিস নিয়ে যাচ্ছি। একটা কালো, লম্বা মতো ছেলে এসে আমার ভ্যান ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, সে দাবী করছে সে আমার হাসবেন্ড, আমাকে আর এখানে থাকতে দিবে না। আমি ছেলেটির চেহারা দেখিনি, পেছন থেকে দেখেছি। স্বপ্নেই আমি আশেপাশের মানুষের কাছে বিচার দিচ্ছি যে আমাকে জোড় করে নিয়ে যাচ্ছি, কিন্তু কেউই ছেলেটির উপর কথা বলতে পারছিলো না, এরপর আমার স্বপ্ন ভেঙে যায়।

কয়েকমাস আগে আমি আরেকটি স্বপ্ন দেখি যে একটা ছেলে হুট করে এসে আমাকে আমার বাসা থেকে নিয়ে যায়, আমাকে একটা নতুন সাদা দেয়ালের ফাঁকা বাসায় নিয়ে যায়, সেখানে তার ফ্যামিলি ছিলো, যে রুমটিতে আমি বসি সেখানে কোনো ফার্নিচার ছিলো না। স্বপ্নে আমি অনেক বেশি খুশি ছিলাম। হঠাৎ দেখি দেশের কোনো ঝামেলা হয়েছে ছেলেটি হাতে বড় তলোয়ার নিয়ে শত্রুর জন্য দাঁড়িয়ে আছে পুলিশি পাহাড়ায়। আর আমি ছেলেটির দিকে তাকিয়েই ছিলাম আর ভাবছিলাম এই ছেলেটি আমার হাসবেন্ড! এরপর তার যেনো বিপদ না হয় আমি পেছন থেকে তার ঘাড়ে যেয়ে ফু দিয়ে দেই দোয়া পড়ে।

উস্তাদ তৃতীয় স্বপ্নটিও দ্বিতীয়টির কাছাকাছি সময়ে দেখা, দেখি আমার বিয়ে হয়েছে, আমি লাল শাড়ি পড়ে কিছু মানুষের সাথে আমার বাসার কাছেই একটা বাসায় যাচ্ছি। স্বপ্নে আমি আমার আম্মুর উপর প্রচন্ড রেগে ছিলাম, ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছি এমন। বাসাটির সিড়ি চিকন ছিলো, উপরে উঠার সময় দেখছি একটা হিন্দু বিয়ে হয়েছে, তারা উপর থেকে নিচে নামছে, তাই তাদের নামার অপেক্ষা করে নিচে দাড়িয়ে ছিলাম। হঠাৎ আমার পিছন থেকে একজন যায়, আর যেতে যেতে ফিসফিস করে বলে আমি যেনো ৫০ টাকা সাদাকা করি। তখন আমি ভয় পেয়ে যাই, দৌড়ে আমাদের বাসায় আম্মুর কাছে চলে যাই। যাওয়ার সময় দেখি একটা ছোট্ট বাবু, কাফনে মোড়ানো, এটা কোলে নিয়ে ৩ জন মহিলা ছবি তুলছে। আমি সেটা তাদের কাছ থেকে কোলে নিয়ে আম্মুর কাছে যাই। দেখি বাসায় কেউ নাই, আম্মু শুয়ে আছে। আমাকে এটা কোলে নেয়া দেখে আম্মু বকা দিচ্ছিলো কেনো এটা কোলে নিয়ে আছি, কিন্তু আমি কোল থেকে নামাচ্ছিলাম না। আমার হাতে থাকা আম্মুর ফোন অন করার জন্য আমি ব্যাটারি/সিম লাগাতে নেই, হাত থেকে ফোন পড়ে যায়, সেটা তোলার জন্য  কাফনে থাকা বাচ্চাটিকে আমি আম্মুর পাশে বিছানায় রাখি, তখন দেখি কাফনের ভাজ থেকে তাজা রক্ত বের হচ্ছে, আমি ভয় পেয়ে যাই। (বাচ্চাটর চেহারা আমি দেখিনি), তারপর একজনকে বলি এটা যেনো ফেলে দিয়ে আসে। সে রাজি হয় না, আমার প্রতি বিরক্ত হচ্ছিলো,  কিন্তু আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম, আর রাগান্বিত হয়ে যাই এবং জোড় করি যেনো ফেলে দেয়। ঘুম থেকে উঠে আমি সেদিনই এক্সাক্ট ৫০ টাকাই সাদাকা করে দেই।

উস্তাদ, এরপর কিছুদিন পরেই আমার একটা বিয়ের প্রস্তাব আসে। এই তিনটি স্বপ্নের সাথে আমি এই প্রস্তাবটির মিল পেয়েছি।

১. দ্বিতীয় স্বপ্নে দেখা ছেলেটির সাথে চেহারায় কিছু মিল আছে, কিন্তু একদম সেইম না,
২. তারা নতুন বাসা করছে, সেই নতুন বাসাটি আমাদের বাসার পাশেই
৩. ছেলেটি কালো এবং লম্বা।
৪. ছেলেরা ৩ বোন

উস্তাদ অনেক কথা লিখে ফেলেছি, দয়া করে একটু সময় নিয়ে পড়বেন। আফওয়ান উস্তাদ, এ নিয়ে অনেক পেরেশানিতে আছি, স্বপ্নগুলো থেকে বের হতে পারছি না।

অনুরোধ থাকবে উস্তাদ, দয়া করে একবারে সব গুলোর উত্তর এক কথায় না দিয়ে
১. প্রতিটি স্বপ্ন নিয়ে আলাদা করে বলার অনুরোধ উস্তাদ

২. স্বপ্ন গুলো একটার সাথে আরেকটার কানেকশন আছে কিনা সেটা দয়া করে জানাবেন উস্তাদ

৩. এই বিয়ের প্রস্তাবের সাথে স্বপ্নগুলোর মিল আছে কিনা সেটাও জানাবেন উস্তাদ দয়া করে, আর এখানে যদি আগানো হয়, কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা, যেহেতু আমি কাফনে মোড়ানো বাচ্চা দেখেছিলাম। আর ছেলেটিকে তলোয়ার হাতে দেখেছিলাম।
দয়া করে একটু ডিটেইলস বলবেন উস্তাদ, অনেক মানসিক অশান্তিতে আছি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
আমিন স্বল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম।

1 Answer

0 votes
by (683,010 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
 الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير) 
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)

হযরত আবু রাযিন আল-উক্বাইলী রাঃ বলেন নবী কারীম সাঃ বলেছেন
، عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا، فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ». 
মু'মিনের স্বপ্ন হচ্ছে নবুওতের চল্লিশভাগের এক ভাগ(অর্থাৎ তা সত্যরূপ পরিনত হয়ে থাকে),যে স্বপ্ন দেখেছে স্বপ্নটা তার উপর ঘুর্ণায়মান থাকে যতক্ষণ না কারো কাছে ব্যক্ত করে,অতঃপর যখন সে কারো কাছে ব্যক্ত করে (এবংঐ ব্যক্তি এর কোনো ব্যখ্যা প্রদান করে) তখন ঐ ব্যখ্যা অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়িত হয়।(তিরমিযি হাদীস নং ২২৭৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রতিটি স্বপ্ন নিয়ে আলাদা করে বলার কিছু নেই। স্বপ্নগুলো মোটের উপর ভালো ও কল্যাণকর। আপনার ভবিষ্যত জীবন কল্যাণময়ী হবে ইনশাআল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
উস্তাদ, শেষে তিনটি প্রশ্ন করেছিলাম একটিরও উত্তর দেননি। অল্প করে যেনো লিখে না দেন, তাই আগে থেকেই একটু পুর্নভাবে বলার অনুরোধ করেছিলাম। আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইলাম আর আপনি কিছুই বললেন না উস্তাদ!  উস্তাদ মানসিক অশান্তিতে আছি, দয়া করে একটু সময় দিন। 
স্বপ্ন গুলো একটির সাথে অপরটির কানেকশন আছে কিনা, নাকি সবই বিচ্ছিন্ন দয়া কিরে বলুন। এই প্রস্তাবের সাথে স্বপ্নগুলোর মিল আছে কিনা বলুন, না থাকলে সেটাও বলুন। 

এই প্রস্তাবে আগানোটা অকল্যাণকর হবে কিনা বলুন। বিয়ের স্বপ্নে সাদাকা করতে বলা, কাফনে মোড়ানো ছোট বাচ্চা দেখার অন্য কারণ আছে কিনা বলুন।

উস্তাদ, দয়া করে আপনার সময় ও জ্ঞান এর আলো দিয়ে সহায়তা করুন!

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...