আসসালামু আলাইকুম।
আমি কয়েকবছর আগে একটা ব্যাংক একাউন্ট খুলেছিলাম। কিন্তু সেটি এখন আর ব্যবহার করি না। একাউন্ট এর বাৎসরিক একটা চার্জ আছে তাই প্রতি বছর একাউন্ট এর জন্য চার্জ যুক্ত হয়। যেহেতু একাউন্ট এ টাকা নাই তাই সেটা কাটতে পারে না। টাকা একাউন্ট এ নিলে একসাথে সব কেটে নিবে। কিন্তু ভবিষ্যতে একাউন্ট আর ব্যবহারের ইচ্ছা নাই। তবে প্রতি বছরের যে চার্জ যুক্ত হয় এটার জন্য কি আমি ব্যাংকের কাছে ঋনগ্রস্থ হব? বা এই টাকার জন্য আমি আল্লাহর কাছে দায়ী থাকব কি না?