আসসালামু আলাইকুম
দয়া করে জানাবেন এই স্বপ্নের কোনো অর্থপূর্ণ ব্যাখা আছে কি না!
আমি স্বপ্ন দেখেছি হোস্টেলে নতুন রুমে উঠছি এবং অনেক সুন্দর একটা সীট পেয়েছি, কিছুক্ষণ পর দেখি আমার নীকট বান্ধবী আমার পাশের সীটে উঠায় আমার কিছুটা অসুবিধা হচ্ছে পরবর্তীতে আমি খানিকটা ইতঃস্তত করে নিজের জন্য একটু সুবিধাজনক জায়গা নিলাম এবং মনে মনে প্লান করলাম এভাবেই কোথায় কিভাবে থেকে পড়াশোনা করবো, সহজ করবো। তবে একটা অসংগত বিষয় দেখলাম যে মেয়েদের রুমে একজন ছেলেকে সীট দেওয়া হয়েছে তবে সে আমাদের কোনো সমস্যা না করে বরং আমাদের সুবিধার দিকে নজর দিচ্ছে।