আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (21 points)

আমি এর আগে সাইটে Analytics ব্যবহার নিয়ে প্রশ্ন করেছিলাম। বিজ্ঞ মুফতি সাহেবের কাছে আমার আরো কিছু প্রশ্ন আছে এ ব্যাপারে:

  • আগের প্রশ্নের উত্তরে আমাকে বলা হয়েছিল, ব্রাউজারে **Do Not Track** চালু থাকলে ঐ ব্যক্তিকে ট্র্যাক করা জায়েয হবে না। উল্লেখ্য, আমি  সাইটে Analytics ব্যাবহার করে ডাটা নিচ্ছি এটাকেই এক শব্দে ট্র্যাক বলে। এমনিতে Analytics জায়েজ হলে কেউ আমাকে না করতে অনুরোধ করলেও তো জায়েজ হবার কথা, তাই না? এটা একটু বুঝিয়ে বলুন।
  •  অনেকে নিজের ব্রাউজারে বিজ্ঞাপন/ট্র্যাকিং ব্লকার ব্যবহার করে। আর এগুলাতে অনেক সময় Analytics আগে থেকেই ব্লক করা থাকে। এই ব্লকারগুলোতে Analytics এর নামের লিস্ট থাকে, তারপর সেটা দিয়ে তারা ব্লক করে। যেমন আমার ক্ষেত্রে নামটা হচ্ছে`scripts.simpleanalyticscdn.com`। কিন্তু আমি চাইলে আমার সাইটে Analytics এর এই নাম বদলে দিয়ে অন্য কোন নাম দিতে পারি। এটা কি ধোঁকা হবে? আর যদি তাই হয়, তাহলে আমি নিজের সাইটে বলে দিতে পারি যে, আমার সাইটের Analytics-এর নাম হচ্ছে এইটা? তাহলে হবে কিনা? আমি এই কাজটা করতে চাই যাতে আগে থেকেই ব্লক না হয়ে থাকে। তবে,  নাম জানা থাকলে যে কেউ পরে ব্লক করে নিতে পারে। আর এই বিষয়টা একটু আগের প্রশ্নের সাথে যুক্ত মনে হচ্ছে, ট্র্যাকিং করি এটা কেউ না চাইলে যদি তাকে ট্র্যাক করা জায়েজ না হয়, তাহলে মানুষ ট্র্যাকিং ব্লকার ব্যবহার করে তো ট্র্যাক না করার জন্যই। যদিও আগেরটার সাথে পার্থক্য হচ্ছে আগেরটা আমাকে অনুরোধ করা হচ্ছে, আর এখানে সে নিজেই ব্লক করে দিচ্ছে। তাই অনুগ্রহ করে এই বিষয়টা একটু ক্লিয়ার করুন।
  •     আমি আমার সাইটের লিংকের সাথে একটা অংশ যুক্ত করি- `?ref=`, এটা করলে জানা যায়, কেউ একজন কোন জায়গা থেকে আমার সাইটে এসেছে। যেমন আমার সাইট যদি  হয় khalid.com, আর আমি যদি টেলিগ্রামে আমার সাইটের লিংক কাউকে এভাবে দেই: khalid.com?ref=telegram , তাহলে টেলিগ্রাম ব্যবহার করে কারা আমার সাইটে ঢুকেছে তা আমি জানতে পারব। এক্ষেত্রেও আগের প্রশ্নে যেমন বলেছিলাম সেরকমই ডাটা আসে (কোন দেশ থেকে, কোন ব্রাউজার থেকে, মোবাইল না কম্পিউটার ইত্যাদি)। এখন অনেকে হয়তো এটা যুক্ত থাকলে আমার সাইটে ঢুকবে না, বা ঐ অংশটা মুছে দিবে। তাই আমি যদি এমন করে আমার লিংক দেই: আমার সাইট - এটা কি জায়েজ হবে? যদি না জায়েজ হয়, অনেক সময় সৌন্দর্য বাড়ানোর জন্যও এভাবে দিই, সেটা কি জায়েজ হবে? নাকি এটা আমার নিয়তের উপর?
  •     আগের প্রশ্নে আমাকে বলা হয়েছিল, আমি যে তথ্য সংগ্রহ করছি সেগুলো ব্যক্তিগত তথ্য না তাই জায়েজ। ইন্টারনেটে কোন মানুষের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করা গেলে বুঝা যায় যে, এটা নির্দিষ্ট একজন মানুষ। যেমন আইপি ঠিকানা জানলে শনাক্ত করা যায় যে, এটা একজন নির্দিষ্ট মানুষ, অন্যদের থেকে তাকে আলাদা করা যায়। আইপি ঠিকানা হচ্ছে ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটা যন্ত্রের একটা নির্দিষ্ট নাম্বার, যা অন্য কোনটার সাথে মিলবে না। আবার মোবাইলের সাইজ, ভাষা, সময়, দেশ - এই টাইপের কয়েকটা তথ্য সংগ্রহ করলেও একইভাবে শনাক্ত করা সম্ভব। তাহলে পরবর্তীতে ঐ লোক আবার আমার সাইটে আসলে আমি বুঝতে পারি যে, তিনিই এসেছেন অন্য কেউ নন। এমন শনাক্তকারী তথ্যগুলো কি ব্যক্তিগত তথ্য বলে বিবেচ্য হবে?

1 Answer

0 votes
by (647,730 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم 

আল্লাহ তা'আলা বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ

মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।(সূরা হুজুরাত-১২)

হাদীস শরীফে এসেছেঃ 

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَحَسَّسُوا وَلَا تَجَسَّسُوا وَلَا تَنَاجَشُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا. وَفِىْ رِوَايَةٍ:وَلَا تَنَافَسُوْا. مُتَّفَقٌ عَلَيْه 

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কোন বস্তু বা ব্যক্তি সম্পর্কে কুচিন্তা থেকে বেঁচে থাকো। কেননা কুচিন্তা সবচেয়ে মিথ্যা। কারো খারাপ বা দোষের খবর জানার চেষ্টা করো না, গোয়েন্দাগিরি করো না, আর একজনের দরের উপর দিয়ে মাল দর করো না। পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ও শত্রুতা রেখ না, আর পরোক্ষ নিন্দাবাদে একে অপরের পিছনে লেগো না; বরং তোমরা সকলেই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকবে। অপর এক রিওয়ায়াতে আছে, পরস্পরে লোভ-লালসা করো না। 
(সহীহ : বুখারী ৬০৬৬, মুসলিম ২৮-(২৫৬৩), আবূ দাঊদ ৪৯১৭, তিরমিযী ১৯৮৮, সহীহ আত্ তারগীব ২৮৮৫, সহীহ আল আদাবুল মুফরাদ ৩১৭, মুওয়াত্ত্বা মালিক ৩৩৬৭, আহমাদ ৮১১৮, সহীহ ইবনু হিব্বান ৫৬৮৭, শু‘আবুল ঈমান ৬৭০৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩৩৮, আল মু‘জামুল আওসাত্ব ৮৪৬১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১১৭৯০, আস্ সুনানুস্ সুগরা ৪৭০০।)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, 

আপনি পূর্বের প্রশ্নে যেসব পরিসংখ্যান সংগ্রহ করার বিষয়ে জানতে চেয়েছিলেন,সেসব ক্ষেত্রে **Do Not Track** চালু না থাকলে ব্যাক্তি হতে এই ডাটা সংগ্রহ করা জায়েজ হবে।

★এক্ষেত্রে শুধুমাত্র প্রশ্নে উল্লেখিত সে সব পরিসংখ্যান সংগ্রহ করাই জায়েজ হবে,আর কিছু নয়।

**Do Not Track** চালু থাকলে ব্যক্তিকে ট্র্যাক করা জায়েয হবে না। তার ডাটা সংগ্রহ করা জায়েজ হবেনা।

অবৈধ ভাবে কাহারো ডাটা সংগ্রহ করা জায়েজ হবেনা। এটিও শরীয়তের আইন আর দেশীয় আইন অনুপাতে বৈধ হতে হবে। 

★সর্বাবস্থায় সতর্কতামূলত এ ধরনের কাজ ছেড়ে দেয়ার পরামর্শ থাকবে 

হাদীস শরীফে এসেছেঃ
  
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبْهَاتِ استبرَأَ لدِينهِ وعِرْضِهِ ومَنْ وقَعَ فِي الشبُّهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يَرْتَعَ فِيهِ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا وَإِنَّ حِمَى اللهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُله أَلا وَهِيَ الْقَلْبُ.

নু’মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘হালাল এবং হারাম সুস্পষ্ট, আর ঊভয়ের মধ্যে অনেক সন্দেহজনক বিষয় বা বস্তু আছে।(যেগুলি হালালের অন্তর্ভুক্ত না হারামের অন্তর্ভুক্ত,) সে সম্পর্কে অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না। এরূপ ক্ষেত্রে যেই ব্যক্তি সন্দেহের বস্তুকে পরিহার করে চলবে, তার দ্বীন এবং আবরু-ইজ্জত, মান-সম্মান পাক-পবিত্র থাকবে। পক্ষান্তরে যেই ব্যক্তি সন্দেহের কাজে লিপ্ত হবে, সে অচিরেই হারামেও লিপ্ত হয়ে পড়বে। (ফলে তার দ্বীন এবং মান-সম্মান কলুষিত হবে।) যেমন যেই রাখাল তার পশুপালকে নিষিদ্ধ এলাকার সীমার ধারে চরাবে, খুব সম্ভব তার পশু নিষিদ্ধ এলাকার ভিতরেও মুখ ঢুকিয়ে দিবে। তোমরা ম্মরণ রেখো প্রত্যেক বাদশাই নিজ পশুপালের চারণভুমি (নিষিদ্ধ এলাকা) বানিয়ে রাখেন। তদ্রূপ (সকল বাদশাহর বাদশাহ) আল্লাহ তা’আলার চারণভূমি তাঁর হারাম বস্তুসমূহকে নির্ধারিত করে রেখেছেন। ‘মনে রেখো মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা রয়েছে, যা সঠিক থাকলে সমস্ত দেহই সঠিক থাকে। আর সেই অংশের বিকৃতি ঘটলে সম্পূর্ণ দেহেরই বিকৃতি ঘটে। সেই গোশতের টুকরাটি হল অন্তর’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৭৬২)।

★আরো জানার জন্য নিকটতম কোনো দারুল ইফতায় সরাসরি যোগাযোগ করার পরামর্শ রইলো। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (21 points)
আমি কয়েকটা প্রশ্ন করেছি। দয়া করে সবগুলো প্রশ্নের উত্তর পয়েন্ট করে দিন। বাংলাদেশের আইনে এই ব্যাপারে সুস্পষ্ট বিধিনিষেধ আমি পাইনি। ইউরোপের GDPR আইন অনুসারে ডাটা দিয়ে কোন ব্যক্তিকে আলাদা করে শনাক্ত করা না গেলে তার জন্য অনুমতি নেয়ার প্রয়োজন হয় না। আর এগুলো কিছু সাধারণ তথ্য যেগুলো ব্যবসার জন্য জরুরি। আর প্রযুক্তি বিষয়ক মাসআলা জানার জন্য কোন প্রতিষ্ঠান ভাল হয়, আমাকে জানালে উপকৃত হব। উল্লেখ্য, আমার বিনামূল্যে মাসআলা জানার প্রয়োজন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...