আমি বিবাহিত এবং প্রায়ই স্বপ্ন দেখি যে আমার দুইজন স্বামী এবং স্বপ্নের মধ্যে এটা বুঝতে পারি যে বর্তমানে যিনি আমার স্বামী তার সাথে আমার বিয়ে হালাল অপর জনের সাথে আমার বিয়ে হালাল না।
অথবা স্বপ্নে দেখি যে আমি ২য় বিয়ে করেছি।অথবা অন্য পুরুষের সাথে আমার বিয়ে হচ্ছে।
বারে বারে একই স্বপ্ন দেখায় আমি বিরক্তবোধ করছি।এই স্বপ্নের কারণ কি