ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/4413/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
বড় পুকুর যার একদিকে পানি নাড়া দিলে অন্যদিকে নড়ে না—এ ধরনের
পুকুরে বা খালে যদি পর্যাপ্ত পানি থাকে এবং
পুকুরে বিল্ডিংয়ের পয়নিষ্কাশনের পানি গিয়ে পড়া, পানির রং সবুজ বা কালো হওয়ার
পরেও পানির তারল্য বহাল থাকে তাহলে যেকোনো কারণে পানির রং ও গন্ধ পরিবর্তন হয়ে গেলেও
তা দ্বারা অযু-গোসল করা সহীহ হবে।
ফাতাওয়া খানিয়া ১/১৭; ফাতহুল কাদীর ১/৬৫; হালবাতুল মুজাল্লী ১/২৭৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৪১; তাবয়ীনুল হাকায়েক ১/৭৭; রদ্দুল মুহতার ১/১৮১
,
বড় পুকুর যার একদিকে পানি নাড়া দিলে অন্যদিকে নড়ে না—এ ধরনের
পুকুরের একদিকে নাপাকি পড়লে অন্যদিক দিয়ে পবিত্রতা হাসিল করা জায়েজ। (হিদায়া : ১/৩৬)
,
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللهِ صلي الله عليه وسلم
أَنَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُطْرَحُ فِيهَا الْحِيَضُ
وَلَحْمُ الْكِلَابِ وَالنَّتْنُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم "
الْمَاءُ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَىْءٌ "
আবূ সাঈদ আল খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলো, ‘আমরা কি (মদীনার) ‘বুযাআহ’
নামক কূপের পানি দিয়ে অযু করতে পারি? কূপটির মধ্যে মেয়েলোকের হায়িযের
নেকড়া, কুকুরের গোশত ও যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ পানি পবিত্র, কোন কিছু একে অপবিত্র করতে
পারে না।
(তিরমিযী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ পানিকে কোনো জিনিস অপবিত্র
করতে পারে না, হাঃ ৬৬, ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান), নাসায়ী (অধ্যায়ঃ পানি, অনুঃ বুদ‘আহ কূপের বর্ণনা, হাঃ ৩২৫), আবু দাউদ ৬৬. আহমাদ (৩/১৫, ১৬, ৩১, ৮৬), দারাকুতনী (১/৩০-৩১)
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
,
১. সুতরাং উল্লেখিত ছুরতে আপনাদের পুকুর যদি বড় পুকুর হয় (যার
একদিকে পানি নাড়া দিলে অন্যদিকে নড়ে না) তাহলে সেই পুকুরের পানির তারল্যতা থাকলে সেখান
থেকে অযু গোসল করা যাবে। কোনো সমস্যা নেই এবং উক্ত
পানি বেশী থাকায় তা ব্যবহৃত পানির হুকুমে পড়বে না।
২. তেলাপোকা, ইঁদুর, বিড়াল ঝোল জাতীয় খাবারে মুখ দিলে তা খাওয়া
মাকরুহ হবে। আবার যেহেতু তেলাপোকা, ইঁদুর, বিড়ালের শরীর বা মুখে জীবাণু থাকার সম্ভবনা
রয়েছে তাই সতর্কতা মূলক এমন কোনো তরল খাবার না খাওয়াই উত্তম যেখানে তেলাপোকা মুখ দিয়েছে
বা পড়েছে। তবে শুকনা খাবার হলে তেলাপোকা মুখ দেওয়ার স্থান থেকে হালকা ভেঙ্গে ফেলে দিয়ে
খেতে কোনো সমস্যা নেই।
পানিতে তেলাপোকা পড়লে ঐ পানি দিয়ে ওযু করাতে কোনো সমস্যা
নেই। তবে পানিতে বিড়াল বা ইঁদুরে মুখ দিলে ঐ পানি দিয়ে ওযু করা মাকরুহ।
আরো জানুন- https://ifatwa.info/34004/
তেলাপোকার বিষ্ঠা সম্পর্কে জানুন- https://ifatwa.info/18133/