ইতোপূর্বে ক্রিপ্টোকারেন্সী নিয়ে একটি প্রশ্ন করা হয়েছিল। সুন্দর উত্তর দেওয়ার জন্য যাযাকাল্লাহ। প্রশ্নের উত্তরটি লিংক নিম্নরূপ:
https://ifatwa.info/122325/
প্রথমে পূর্বের উত্তরটি মেহেরবানী করে দেখুন। এই প্রশ্নের সাথে সম্পূরক প্রশ্ন হলো:
১। আমি এই কাজের সাথে সংশ্লিষ্ট থাকার জন্য আন্তরিক ভাবে অনুতপ্ত। তাওবা করতেছি। এখন থেকে এই কাজের সাথে আর সম্পৃক্ত থাকব না ইনশাআল্লাহ। আমি বিগত সময়ে এখান থেকে কিছু ইনকাম করেছি, এখন এই ইনকাম কি দান করে দিতে হবে নাকি আমি ভোগ করতে পারব। উল্লেখ্য যে, বিগত সময়ে এখান থেকে কত টাকা ইনকাম করেছি সেটার সঠিক হিসাবও লিপিবদ্ধ করে রাখা হয়নি। এ বিষয়ে সুস্পষ্ট ফতোয়া দেওয়ার জন্য অনুরোধ করছি। আর দান করলে কোন খাতে দান করতে হবে। সাধারণ তহবিলে দান করা যাবে নাকি সওয়াবের নিয়ত ছাড়া দরিদ্রদের দান করতে হবে।
২। ক্লায়েন্টকে নিষেধ করার পরেও এই মাসে কিছু পেমেন্ট আসে , এর কারণ হল আগে থেকেই তাদের কোম্পানি তাদের ক্লায়েন্টকে এই ব্যাংক সেন্ট করে দিয়েছিল। এখন যেগুলা এসেছে সেগুলা থেকে আমি যে কমিশন পাব সেটা কি কমিশন না রেখে ফেরত দেব নাকি কোন খাতে দান করে দেব?