১।আগেরকার সেলুন ওয়ালার প্রশ্নের ব্যাপারে সময় নিয়ে সংসয় রয়েছে একবার মনে ৪ -৫ মাস আবার মনে হয় ৩-৪ মাস যতটুকু মনে আছে যে রোজার ঈদের সময় থেকে অন্য যায়গায় কাটি এটা প্রায় শিওর । এখন আমার প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে কি ইমদাদুল হক হুজুরের যে ফতোয়া দিছেন এখন একই থাকবে কি?
২।কেউ একজন আলেম ওলামাদের সাথে বেয়াদবি করলো বা আক্রমণ করলো যদি ধৈর্য ধরতে না পেরে আঘাত করলে কি বান্দার হক নষ্ট হবে?