আসসালামু আলাইকুম।
**আমি সপ্নে দেখি কুরআনের কিছু আয়াত তেলাওয়াত করছি।খুব সম্ভবত সুরা ফাতিহার দুই এক আয়াত আর সুরা আলে ইমরানের ১৮,২৬,২৭ নং আয়াত পড়ছিলাম।
**সপ্নে আস্ত বড় মাছ দেখলে কি হয়? পায়ে যদি দেখি নুপুর পড়তে তাহলে এর ব্যাখ্যা কি হবে??
**সপ্নে অন্যের কুরআন তেলাওয়াত শুনা এবং ভুল সংসধন করতে দেখি তার কিছুক্ষন পর দেখি কেউ একজন রুকইয়ার জন্য পানি পড়া নিতে আসে আমি তখন বার বার সুরা ফাতিহা তেলাওয়াত করছিলাম।