আমি একসময় কাউকে আল্লাহর জন্য ভালোবেসেছিলাম। অনেক ভালোবাসতাম, অনেক... আমার স্বপ্ন ছিল এই ভালোবাসার উসীলায় হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবো, আল্লাহ সাক্ষী আমার এ অনুভূতির।
আমি যে তাকে আল্লাহর জন্য ভালোবাসি, এ কথাটা তাকে আমি অনেক বার বলেছি। তার প্রতি আমার ভালোবাসাকে নানাভাবে প্রকাশ করেছি, লুকিয়ে রাখি নি আমি।
কিন্তু একদিন, একদিন সে মানুষটা আমার এই ভালোবাসায় আঙুল তুলে। মিথ্যারোপ করে।
তাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাসও করতাম।
কিন্তু সেদিন সে আমার বিশ্বাসও ভাঙে।
আঘাত করে আত্মসম্মানেও।
আমি সেদিনের পর থেকে এখনও প্রায় প্রতিরাতে কাঁদি। আমি ঠিকমতো ঘুমাতেও পারি না রাতে।
আমার মন চাইতো এই দুনিয়াতে তার কাছাকাছি থাকার, কাউকে ভালোবাসলে মানুষ তো তার কাছাকাছি থাকতেই চাইবে, তাই না?
কিন্তু সেদিনের পর থেকে আমি এই দুনিয়াতে তার কাছাকাছি থাকা কী, তার ধারেকাছেও আর আসতে চাই না...
আমি এ আঘাতকে মেনে নিতে পারি নি আজও...
আল্লাহ জানেন এবং তিনি সাক্ষী, আমি সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও এই ভালোবাসাকে রক্ষা করতে চেয়েছি। আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাওয়ার লোভে।
কিন্তু সে মানুষটার জন্য প্রতিনিয়ত আমার শান্তি নষ্ট হচ্ছে...
আমি এখন তার কাছে আর থাকতে চাই না...
এই মানুষটাকে আমি আর চাই না...
আমি কষ্ট পাচ্ছি প্রতিনিয়ত তার জন্য।
সে প্রতিনিয়ত আমায় কষ্ট দিচ্ছে...
আমি এখন কী করব?
আমি তো আল্লাহর আরশের ছায়াতলে একটা স্থান চাই...
বি:দ্র: সেও নারী, আর আমিও। সম্পর্কে বান্ধবী।
আমি অনেকদিন ধরে কষ্ট পাচ্ছি। আর সে সেটা দেখেও না দেখার ভান করে থাকে। সে এখন কথা দিলে কথা রাখে না। সেটায় সতর্ক করলে ব্লক করে দেয়। আবার অন্যান্য বিষয়ে উপদেশ দিলেও তা নিতে পারে না। কেমন ইগো নিয়ে পড়ে থাকে। কোনোকিছু বুঝাতে গেলেও মনে হয় যেন ইচ্ছা করে বুঝতে চায় না। তার সাথে থেকে আমার দ্বীনের কোনো উন্নতি বর্তমানে আমার চোখের পড়ছে না, বরং মানসিক শান্তি নষ্ট হচ্ছে। আমার এখন করণীয় কী? আমি কাউকে বলতে পারছি না।
আল্লাহর জন্য ভালোবেসেছিলাম, এখন আমি যদি এসব কারণে সরে আসি, তাহলে কি আমার কথা থেকে সরে আসলাম? আর আল্লাহর জন্য বিচ্ছেদ বলতে আসলে কী বোঝায়?
আমার প্রশ্নগুলোর উত্তর দিলে অনেক কৃতজ্ঞ থাকবো