ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বিছানা মোটামুটি পাক ছিলো। পরে একজন ভেজা পাক পা নিয়ে বিছানায় পাড়া দেয়ায় বিছানা ভিজে যায়। ভেজাটাও এমন না যে ওখানে হাত দিলে হাত ভিজবে৷ অতঃপর আপনার নাপাক শুকনা পা ওই বিছানায় লাগে, পা প্রায় শুকনাই থাকে৷ জামা লাগলে হালকা ভেজার মত লাগে কিন্তু পুরোপুরি না। একটু শুধু ভেজা বলে বোঝা যায়, এমন ভেজা৷ চাদরটা চিপলে পানি পড়বেনা।
প্রশ্নের বিবরনমতে আপনার পা তে চাদর স্পর্শ করার কারণে চাদরটি নাপাক হবে না।
مأخَذُ الفَتوی
فی الدر المختار: نام او مشی علی نجاسة إن ظهر عینها تنجس وإلا لا، ولو وقعت فی نهر فأصاب ثوبه، إن ظهر أثرها تنجس وإلا لا، لفأ طاهر فی نجس مبتل بماء إن بحیث لو عصر قطر تنجس وإلا لا. (ج۱، ص۳۴۶)
(২) হাত নাপাক হবে না। পায়ে প্রস্রাবের ফোটার লাগার পর সাথে সাথেই ধৌত করে নিবেন।
(৩) বাথরুমে পায়জামায় নাপাকি লাগলে সেটা থেকে যদি জামায় এবং জামা থেকে বিছানার চাদরে এমন পরিমাণ পানি লাগে যে চিপলে পানি পড়বেনা। তাহলে জামা আর চাদর নাপাক হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/7947