আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in পবিত্রতা (Purity) by (16 points)
১. বিছানা মোটামুটি পাক ছিল। পরে একজন ভেজা পাক পা নিয়ে বিছানায় পাড়া দেয়ায় বিছানা ভিজে যায়। ভেজাটাও এমন না যে ওখানে হাত দিলে হাত ভিজবে৷ আমার নাপাক শুকনা পা ওই বিছানায় লাগলে পা প্রায় শুকনাই থাকে৷ জামা লাগলে হালকা ভেজার মত লাগে কিন্তু পুরোপুরি না। একটু শুধু ভেজা বলে বোঝা যায় এমন ভেজা৷ চাদরটা চিপলে পানি পড়বেনা। তাহলে কি চাদরটা আমার পা লাগলে নাপাক হবে?

২. অনেকসময় আমার পায়ে নাপাকি থাকলেও আমি সাথেসাথে ধুইনা আমাদের বাথরুম ছোট বলে প্রায় সবসময়ই প্রস্রাবের সময় ছিটা লাগে। তাহলে পা শুকিয়ে যাবার পরে মাঝেমাঝে হাত দিয়ে ঘষলে হালকা স্যাঁতস্যাতে লাগে৷ ভেজা না, একটু আর্দ্র শুধু৷ এভাবে কি হাত নাপাক হবে?

৩. বাথরুমে পায়জামায় নাপাকি লাগলে সেটা থেকে যদি জামায় এবং জামা থেকে বিছানার চাদরে এমন পরিমাণ পানি লাগে যে চিপলে পানি পড়বেনা। এমন হলে জামা আর চাদর নাপাক হবে?

1 Answer

0 votes
by (677,130 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বিছানা মোটামুটি পাক ছিলো। পরে একজন ভেজা পাক পা নিয়ে বিছানায় পাড়া দেয়ায় বিছানা ভিজে যায়। ভেজাটাও এমন না যে ওখানে হাত দিলে হাত ভিজবে৷ অতঃপর আপনার নাপাক শুকনা পা ওই বিছানায় লাগে, পা প্রায় শুকনাই থাকে৷ জামা লাগলে হালকা ভেজার মত লাগে কিন্তু পুরোপুরি না। একটু শুধু ভেজা বলে বোঝা যায়, এমন ভেজা৷ চাদরটা চিপলে পানি পড়বেনা। 

প্রশ্নের বিবরনমতে আপনার পা তে চাদর স্পর্শ করার কারণে চাদরটি নাপাক হবে না।

مأخَذُ الفَتوی
فی الدر المختار: نام او مشی علی نجاسة إن ظهر عینها تنجس وإلا لا، ولو وقعت فی نهر فأصاب ثوبه، إن ظهر أثرها تنجس وإلا لا، لفأ طاهر فی نجس مبتل بماء إن بحیث لو عصر قطر تنجس وإلا لا. (ج۱، ص۳۴۶)

(২) হাত নাপাক হবে না। পায়ে প্রস্রাবের ফোটার লাগার পর সাথে সাথেই ধৌত করে নিবেন।

(৩) বাথরুমে পায়জামায় নাপাকি লাগলে সেটা থেকে যদি জামায় এবং জামা থেকে বিছানার চাদরে এমন পরিমাণ পানি লাগে যে চিপলে পানি পড়বেনা। তাহলে জামা আর চাদর নাপাক হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7947


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 252 views
...