আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১. আগের প্রশ্নে আমি মোবাইল নিয়ে প্রশ্ন করেছিলাম।আমি আম্মুকে একবার নিষেধ করেছিলাম এসব ( মিউজিক যুক্ত ভিডিও) দেখতে কিন্তু তবুও সে দেখে । এখন সে যদি আমার মোবাইলে এসব দেখে তবে আমার কি গুনাহ হবে?
২.পায়ের উপর পা তুলে শোয়া কি জায়েয?
৩.বাড়ির উঠানে ভাড়াটিয়ারা মিলে একটা লাইট লাগিয়েছিল ।কু্ংফু শিখার সময় ভুল করে লাইটে লাঠির বারি লেগেছিল।লাইটের চারদিকে বেষ্টনি ছিল আর বেষ্টনিতেই বারি লাগে তাই তখন তেমন কিছু হয়নি। ঐদিন সন্ধ্যাবেলা দেখেছিলাম লাইট জ্বলছিল। কিন্তু সম্ভবত ৮ টার দিকে লাইট ফিউজ হয়ে যায়। আমার প্রবল ধারণা লাইটটি আমার লাঠির বারি লাগার কারণে ফিউজ হয়নি। এখন আমার কি করণীয়?
৪.মৃত ব্যক্তির অডিওতে পড়া নবিজির নাম ও অমুসলিম এর মুখে নবিজির নাম শুনলে কি দরূদ পড়তে হবে?
৫. কোনো মজলিসে নবিজির নাম উচ্চারিত হল কিন্তু আমি কোনো কারণে শুনতে পেলাম ঐ মজলিসেই দ্বিতীয়বার নবিজির নাম উচ্চারিত হল আর আমি তা শুনতে পেলাম। এক্ষেত্রে দরূদ পড়া কি ওয়াজিব?
৬. কেউ বিছানায় নামাজ পড়ছে আর তার সামনে লম্বা পর্দা ঝুলছে। এক্ষেত্রে ঐ নামাজরত ব্যাক্তির সামনে দিয়ে অতিক্রম করা কি জায়েজ?
৭.নামাজরত ব্যাক্তির সামনে কেউ বসে আছে।এখন এই অবস্থায় নামাজরত ব্যাক্তির সামনে দিয়ে অতিক্রম করা কি জায়েজ?
৮. সুতরার ক্ষেত্রে এক হাত পরিমাপ করতে গেলে আমি কি কনুই থেকে মাপ শুরু করব নাকি ঘাড় থেকে?
৯. কোনো ব্যাক্তি নামাজ এর সময় নিজে কোনো সুতরা সামনে রাখেনি কিন্তু সে নামাজরত অবস্থায় অন্য কেউ তার সামনে সুতরা রেখে দিয়েছে।
এটা কি বিদআত? এবং এক্ষেত্রে তার সামনে দিয়ে অতিক্রম করা কি জায়েজ?
১০.আমি একজন ছেলে।আমি থ্রিপিস ব্যাবসা করছি ।এখন ব্যাবসায়ীক কাজে থ্রিপিস বিক্রি করতে মেয়েদের ফ্রেন্ডলিস্টে রাখা কি জায়েজ?(কোনো ফেতনার আশংকা নেই আমার ক্ষেত্রে)
১১. বাড়ির পাশের মসজিদের জমি যদি হারাম টাকায় হয় তবে তাতে নামাজ আদায় করা কি জায়েজ? ( আশেপাশে এটি ছাড়াও আরো মসজিদ আছে)
১২. ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃত ভাবে কারো ঘরে উঁকি দেওয়া হল এবং কাউকে বেপর্দা অবস্থায় বা সতর খোলা অবস্থায় দেখল এক্ষেত্রে তার কি হক নষ্ট হবে?
১৩. নামাজ পড়ার সময় সিজদা থেকে উঠলে দেখা যায় আমি আমার স্থান থেকে ডানে বা বামে সড়ে গেছি ‌। যা অনিচ্ছাকৃতভিবে হয়।এক্ষেত্রে নামাজ কি ভেঙ্গে যাবে?