1. একটু আর্লি যদি আন্সার টা পাই ভালো হয়..
আমি মদিনা যাচ্ছি। আমার হায়েজ চলছে তাই মসজিদে নববী তে প্রবেশ করে স্বলাত আদায় সম্ভব না। রিয়াজুল জান্নাতে ও প্রবেশ করতে পারবো না।আমার কি নবী (স.) এর রওজা মোবারক এর সামনে সামনে ওজু অবস্থায় দাড়িয়ে দোয়া করা সম্ভব? আমার কি পিয়াজ্জা ছাতা গুলোর নিচে বসে দোয়া পড়া যাবে? আমি পিয়াজ্জা ছাতার নিচে, রওজার সামনে যেখানে মহিলারা দাড়িয়ে দোয়া করে ওই জায়গা গুলোতে প্রবেশ করতে পারবো?
2. আসসালামু আলাইকুম।
মুফতি মেনক কি পথভ্রষ্ট স্কলার? এক বোন বললো উনি নাকি পথভ্রষ্ট স্কলার তাই উনার লেখা বা লেকচার ফলো না করতে।
3. আসসালামু আলাইকুম। বাজারের আইসক্রিম তৈরিতে জেলেটিন ব্যবহার করা হয় আর বেশিভাগ জেলেটিনই তো শুকর থেকে আসে। খুব কম জেলেটিন অন্য আইটেম যেমন মাছ ,গরু এসব থেকে তৈরি করে। এখন আমাদের দেশের তৈরি আইসক্রিমগুলো কি আমাদের জন্য হালাল হবে? এগুলোতে ব্যবহৃত জেলেটিন কি হালাল? এ ব্যাপারে দয়া করে জানাবেন কি?
4. ১.নফল কোন রোজার নিয়ত করার পর কেউ যদি কোন কারণে রোজাটা ভেঙে ফেলে তাহলে কি ঐ রোজার কাযা আদায় করতে হবে? আমি আরাফার দিনের রোজা রাখার নিয়ত করেছিলাম কিন্তু অসুবিধার কারনে সকালে ভেঙে ফেলি। আমাকে কি রোজাটা কাযা আদায় করতে হবে?
২. আমার রাতের দিকে নিয়ত ছিল আমি রোজা রাখব, শেষ রাতে উঠে পানি খাব। কিন্তু আমি উঠতেও পারিনি পানিও খেতে পারিনি। এখন ফজরের সময় নামাজ পড়তে উঠে যদি আমি নিয়ত করি এবং রোজা থাকি তাহলে কি আমার ওই রোজা হবে? ফর‍জ কাযা রোজা বা নফল রোজার ক্ষেত্রে বিধান কি?
5. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। ফ্রিজে কুরবানির মাংস আত্মীয়দের মধ্যে কাউকে দেওয়ার নিয়তে রাখা হলে, পরে ওই মাংস তার কাছে পৌছানো সম্ভব না হলে সে মাংস কি নিজেরা খাওয়া যাবে? নাকি দান করে দিতে হবে?
6. ইস্তেহাজার বিধান তো প্রত্যেক ওয়াক্তে জু করে নামাজ পড়তে হবে। কিন্তু, প্রবাহিত রক্ত কে বাধা দেয়ার জন্য যে প্যাড বা কাপড় ব্যাবহার করা হয়,তাও কি প্রত্যেক ওয়াক্তে পরিবর্তন করতে হবে?
যেমন,কারো যদি পুরোপুরি রক্ত না এসে কফি কালারের স্রাব আসে,আর সে প্যাড ব্যাবহার করে,যেখানে সামান্য স্রাব লেগে থাকে আর উপরে বার বার টিস্যু দিয়ে ওই টিস্যু ফেলে দেয়া হয়, তাহলে কি নামাজ হবে না?
7. আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই, তারা চাইলে বাইনেন্স নাম অ্যাপসের মাধ্যমে ডলার কিনতে পারে এবং পেইজ বুস্ট করতে পারে। আমার জানামতে বাইনেন্সের মাধ্যমে ডলার কেনা ইললিগেল বাংলাদেশীদের জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে বাইনেন্সের মাধ্যমে ডলার কিনা বা এই ডলার দিয়ে পেইজ বুস্ট করা কি হালাল হবে?
আমি আইওএমের ছাত্রী ৪র্থ সেমিস্টারের কিন্তু এই বিষয়ে পুরোপুরি বুঝতে পারছি না তাই এখানে জিজ্ঞেস করা।
8. As salamualaikum
##Ami IOM er first semester er farze ayin Department er female student
##jante chai
Amar age 35
Ami ekhono conceive korte parsi na...IVF ki jayej hobe? ( jodio ami chsi Allah jeno amake sohoj vabe nek sontan den,)
R o jante chai..sohoj vabe sontan houar jonno smi ki ki amol & doa korte pari?
৯. আসসালামু আলাইকুম আমাদের বাড়িতে ২ টা ঘর,আমার নানি এক ঘরে থাকে, উনি হাটতে পারেনা,ঘরের মধ্যে কমোডে প্রসাব,পায়খানা করে,পরে সেগুলো পরিষ্কার করা হয়,এক্ষেত্রে সেই ঘরে তাকে কুরআন রাখা যাবে কি না এবং ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে কি না?
১০. আসসালামু আলাইকুম।
কেউ কূফরি কালাম করে যাদু করলে ,সেটাকে নষ্ট করার জন্য কবিরাজ দ্বারা কাজ করলে কি সেটা শিরক এর অন্তর্ভুক্ত হবে?