বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিয়ের আগে এরুপ বলে, যে মেয়েটি যদি অমুক কাজ করে তাহলে ৩ তালাক। এখানে যেহেতু বিয়ের দিকে তালাককে সম্বন্ধযুক্ত করা হয়নি, তাই তালাক পতিত হবে না।
(১) বিযের পূর্বে বিয়ের দিকে তালাককে সম্বন্ধযুক্ত করতে হবে নতুবা তালাক হবে না।
(২) বিযের পূর্বে বিয়ের দিকে ৩ তালাককে সম্বন্ধযুক্ত করতে হবে, তাহলে বিয়ের সাথে সাথেই ৩ তালাক পতিত হবে।
(৩) যদি ছেলেটি ও মেয়েটির মাঝে বিবাহ না হয়ে ছেলেটির অন্য মেয়ের সাথে এবং মেয়েটির অন্য ছেলের সাথে বিবাহ হয় তাহলে উক্ত শর্তযুক্ত তালাক কারো জীবনে কোনো প্রভাব ফেলবে না।
(৪) উক্ত ঘটনার প্রেক্ষিতে শর্তযুক্ত তালাক যদি পতিত হয় ভবিষ্যতে তাদের যদি বিয়ে হয়, তাহলে বিয়ের সাথে সাথেই তালাক পতিত হবে।