আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি জানি যে ইসলামে সুদ হারাম এবং এটি গ্রহণ ও ব্যবহার করা নিষিদ্ধ। তবে আমার একটি ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে টাকা রাখা ছিল, এবং সেই অ্যাকাউন্টে কিছু সুদ জমা হয়েছে। আমি ঠিকমতো খেয়াল করিনি কত টাকা সুদ জমেছে বা জমা হয়েছে কিনা—এমনকি হিসাবও করিনি। এদিকে সেই একাউন্ট থেকে আমি স্বাভাবিক খরচ করতাম, যেমন ওষুধ, বাজার-সদাই বা অন্য দরকারে। এখন মনে হচ্ছে আমি না জেনে সুদের টাকা খরচ করে ফেলেছি।
আমি এখন আল্লাহর কাছে তওবা করছি এবং ভবিষ্যতে সুদ গ্রহণ না করার দৃঢ় নিয়ত করেছি। এখন আমার প্রশ্ন হলো:
১. আমি যে না জেনে সুদের টাকা খরচ করেছি, তার দায় থেকে মুক্তির উপায় কী?
২. আমি কি অনুমান করে ওই পরিমাণ টাকা গরীব-মিসকিনদের সদকা করে দিতে পারি?
৩. এর জন্য কি কোনো কাফফারা বা ফিদিয়া দিতে হবে?
৪. ভবিষ্যতে একাউন্টে জমা হওয়া সুদের টাকা কীভাবে সঠিকভাবে নিষ্পন্ন করা উচিৎ?
আশা করি কুরআন ও সহীহ হাদীসভিত্তিক দিকনির্দেশনা দিবেন।