সম্মানিত শায়খ আমার শশুর শাশুড়িকে আরো প্রায় ১৫ বছর আগের থেকে এখন পর্যন্ত অনেক বার মুখে তালাক বলেছে। যেমন: তাদের মধ্যে ঝগড়া ঝাটি হলেই প্রায় বলে তকে তালাক দিয়ে দিলাম ইত্যাদি।
স্থানীয় মুফতি সাহেবের থেকে পরামর্শ নেওয়া হয়েছে তিনি বলেছেন তাদের দুজনকে আলাদা করে দিতে এবং তারা দুজন যদি আলাদা না হয় তাহলে আমাদের কে বলছে তাদের থেকে আলাদা হয়ে যেতে, কিন্তু তারা দুজন কিছুতেই আলাদা হচ্ছে না। এখন আমার শশুর শাশুড়ি, ছোট দেবর, ননদ আমরা এক সাথেই থাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে তারা দুজন যে এক সাথে থেকে গুনাহ করছে তাদের সাথে থাকলে কি আমরা স্বামী-স্ত্রী, সন্তানদের উপর এবং সংসারের উপর এই হারামের গুনাহর কোনো প্রভাব পরবে?