আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
51 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
closed by
সম্মানিত শায়খ আমার শশুর শাশুড়িকে আরো প্রায় ১৫ বছর আগের থেকে এখন পর্যন্ত অনেক বার মুখে তালাক বলেছে। যেমন: তাদের মধ্যে ঝগড়া ঝাটি হলেই প্রায় বলে তকে তালাক দিয়ে দিলাম ইত্যাদি।

স্থানীয় মুফতি সাহেবের থেকে পরামর্শ নেওয়া হয়েছে তিনি বলেছেন তাদের দুজনকে আলাদা করে দিতে এবং তারা দুজন যদি আলাদা না হয় তাহলে আমাদের কে বলছে তাদের থেকে আলাদা হয়ে যেতে, কিন্তু তারা দুজন কিছুতেই আলাদা হচ্ছে না। এখন আমার শশুর শাশুড়ি, ছোট দেবর, ননদ আমরা এক সাথেই থাকি। এখন আমার প্রশ্ন হচ্ছে তারা দুজন যে এক সাথে থেকে গুনাহ করছে তাদের সাথে থাকলে কি আমরা স্বামী-স্ত্রী, সন্তানদের উপর এবং সংসারের উপর এই হারামের গুনাহর কোনো প্রভাব পরবে?
closed

1 Answer

0 votes
by (684,150 points)
selected by
 
Best answer
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলার বাণী, 
وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَواْ مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُواْ قِرَدَةً خَاسِئِينَ ★ فَجَعَلْنَاهَا نَكَالاً لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ
তোমরা তাদেরকে ভালরূপে জেনেছ, যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘণ করেছিল। আমি বলেছিলামঃ তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি।(সূরা বাকারা-৬৫)

তাফসীরঃ
বনি ইসরাঈলের মধ্যে শনিবারের মাছ শিকার নিয়ে কয়েকটা গ্রুপ ছিল,একটা গ্রুপ ছিল,যারা মাছ শিকার করেছে,একটা গ্রুপ ছিল,মাছ শিকার করেনি তবে তারা বাধা দানও করেনি।আরেকটা গ্রুপ ছিল,যারা দুয়েকবার বাধা দান করে শেষ পর্যন্ত আর বাধা দান করেনি।আরেকটা গ্রুপ ছিল,যারা শেষ পর্যন্ত বাধা দান করেছে।প্রথমোক্ত তিন গ্রুপকেই আল্লাহ বানর এবং শুকুর বানিয়েছিলেন।আর চতুর্থ গ্রুপকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন।যেহেতু তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদানের উপর অটল ছিলো।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4711

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
আপনার স্বামী যদি তার পিতামাতাকে কিছু না বলে বরং একসাথে থাকতে দেয়, তাহলে আপনার স্বামী ও তার ভাই বোনদের উপরও এই হারামের প্রভাব পড়বে। আল্লাহ সাহায্য কারী।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
সম্মানিত শায়খ আমার স্বামী তাদেরকে একসাথে থাকতে নিষেধ করেছে অনেক বার, তবুও তারা এক সাথেই থাকছে । আমার শশুর শাশুড়িসহ আমরা একই পরিবারে বসবাস করি। যেহেতু উনারা আমার স্বামীর কথা শুনছে না, এখন আমার স্বামীর করনীয় কি দয়া করে জানাবেন? 
by (684,150 points)
তাহলে আপনার ও আপনার স্বামী উপর দু'টি পথ রয়েছে।
(১) তাদের সাথে একত্রে থাকবেন, তাদেরকে ভরণপোষণ দিবেন, কিন্তু যতদিন না শরীয়তের বিধানাবলীকে ফলো করছেন, এর পূর্বে তাদের সাথে কথাবার্তা বন্ধ করে দিবেন।
(৩) তাদেরকে ভরণপোষণ দিয়ে তাদের থেকে পৃথক থাকবেন। সকল প্রকার যোগাযোগ বন্ধ রাখবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...