ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আপনার বাবা দৈনিক পাঁচ ওয়াক্ত নামায তাকবীরে উলার সাথে পড়বেন। এবং তাহাজ্জুদ নামায পড়ে আল্লাহর কাছে সমস্যার সমাধান চাইবেন।বেশী বেশী ইন্নলিল্লাহ পড়বেন।
(২) মাতাপিতার বদ-দু'আ সন্তানের জন্য কাল হয়ে দাড়ায়।কিছু দু'আ আল্লাহ সাথে সাথেই কবুল করে নেন,এর মধ্যে একটি দু'আ হল,মাতাপিতার দু'আ। সুতরাং নিজের ভবিষ্যত জীবনকে নিরাপদ রাখার স্বার্থে মাতাপিতার সন্তুষ্টি অর্জন একান্ত জরুরী ও কাম্য।তবে ইবাদত কবুল হয় না, বিষয়টা এভাবে বলা যাবে না।
তবে মাতাপিতা যদি অন্যায়ভাবে সন্তানের উপর নারাজ থাকেন,তাহলে এমতাবস্থায় সন্তানের উপর মাতাপিতার বদ'দুআ পতিত হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/9915
(৩) কেউ কোনো অপরাধ না করলে তার নামে বদ দুআ করলে তার কোনো ক্ষতি হবে না।