আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহ
আপনাদের কাছে অসহায় এর মতো সাহায্য চাচ্ছি দয়া করে উত্তর দিবেন।
আমার স্বামী তালাক দেওয়ার নিয়তে মেসেজ টাইপ করে "আমাদের সব সম্পর্ক" লিখে সেন্ড করে তারপর টাইপ করে "শেষ" কিন্তু সেটা কিবোর্ড থেকেই ডিলিট করে "২ তালাক" শব্দ কিবোর্ডে লিখে কিন্তু সেন্ড করেনি তবে ২ তালাক কথাটা পুরোটাই টাইপ করছিলো নাকি আংশিক সেটা তার মনে নাই (২ তালাক বলতে সে দ্বিতীয় তালাক বুঝাতে চেয়েছিলো ২টা তালাক না, কারন আমাদের আগে এক তালাক হইছে)।
কিন্তু আমি কোথায় যেন দেখছিলাম যে শুধু টাইপ করলেও তালাক হয় সেন্ড না করলেও, সেটা বলতেছিলাম তখন সে বললো যে সে এগুলো টাইপ করছিলো (আমি যা উল্লেখ করলাম)।
আমি বললাম তাইলে হয়তো তালাক হয়ে গেছে তখন সে বললো আলহামদুলিল্লাহ সব।
"Jodio amr send korar icca cilo na. Jaihok ses tahole Alhamdulillah. Assalamu-alaikum" এটা লিখেছিলো। "নিয়ত ছিল যে তালাক তো হয়ে গেছে, কনফিউশান থাকলেও শেষ।" এটা বললো।
(যেহেতু সে মাসাআলা জানে না আর আমি বলেছিলাম যে ২ তালাক লিখছো মানে তো ২ তালাক ই হবে হয়তো, কিন্তু সে দুই তালাক দ্বারা দ্বিতীয় তালাক বুঝাতে চেয়েছিলো কিন্তু আমি ভাবছি ২ তালাক লিখলে দুইটা ই হবে আর আগের একটা মিলে ৩ সেটা ই তাকে বলছিলাম, তখন সে এই কথা বলে)
এখন আমাদের কত তালাক হয়েছে।