ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/78178/
নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
গোসলের ফরয ১১টি।
(১) মুখ ধৌত করা।
(২) নাক ধৌত করা।
(৩) সমস্ত শরীর একবার ধৌত করা।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক
করুন- https://www.ifatwa.info/5183
,
وَحَدُّ
الْمَضْمَضَةِ اسْتِيعَابُ الْمَاءِ جَمِيعَ الْفَمِ وَحَدُّ الِاسْتِنْشَاقِ أَنْ
يَصِلَ الْمَاءُ إلَى الْمَارِنِ. كَذَا فِي الْخُلَاصَةِ-
গড়গড়া করে কুলি করার অর্থ হল, মুখের ভিতরের
সমস্ত জায়গায় পানি পৌছা। আর ইস্তেনশাক্বের অর্থ হল, নাকের নরম স্থান পর্যন্ত
পানি পৌছা। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৬)
,
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
,
গড়গড়া করে কুলি করার অর্থ হলো, মুখের ভিতরের
সমস্ত জায়গায় পানি পৌঁছানো। সুতরাং পানি মুখে নিয়ে এমন ভাবে কুলি করতে হবে যে, মুখের ভিতর সমস্ত
স্থানে পানি পৌঁছে যায়। তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।