ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিভিন্ন দিবস যা নির্দিষ্ট তারিখে বৎসরান্তে একবার আমাদের সামনে ঘুরে আসে।লক্ষ করলে দেখা যাবে,দিবসসমূহ এবং ঈদের মধ্যে অদ্ভুত এক মিল আছে অর্থ্যাৎ যেভাবে হিজরী তারিখ অনুযায়ী প্রতি বৎসর একবার করে আমাদের সামনে দু'টি ঈদ ঘুরে আসে ঠিক তেমনিভাবে ঐসমস্ত দিবসগুলোও আমাদের সামনে ঘুরে আসে।কেননা ঈদ অর্থ-ই হচ্ছে বারংবার ঘুরে আসা যা আরবী শব্দ عود থেকে সংগ্রহীত ও রুপান্তিত, এর বাংলা অর্থ হচ্ছে বারংবার ঘুরে আসা।যেহেতু ঈদ বারংবার আমাদের সামনে ঘুরে আসে বিধায় তাকে ঈদ বলা হয়,আর হুবহু এই অর্থ বর্তমান প্রচলিত দিবস সমূহে পাওয়া যায়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/166
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো প্রকার দিবস পালন শরীয়তে জায়েয নেই। বার্থডে পালন করাও যাবে না। তবে শুধুমাত্র বিয়ের দিন/সন্তান জন্মদানের দিনকে স্মরনীয় করে রাখতে নিকাহ নামা/বার্থ ডে কার্ড তৈরি করে সাজিয়ে রাখলে গুনাহ হবে না। এবং এ ধরনের জিনিস তৈরি করে বিক্রি করলে গুনাহ হবে না।