আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
30 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)

আমি যে সকল ডিজাইন করি সেগুলো হচ্ছে মানুষের মাথা থাকবে না কিন্তু হাত দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে ।  যেমন একজন মানুষ কম্পিউটার চালাইতেছে কিন্তু তার মাথা নেই ইমেজের মধ্যে । অনুগ্রহ করে নিচের ডিজাইন গুলো একটু দেখবেন দেখে উত্তর দিবেন

Healthcare provider operating digital health interface, secure, efficient, and modern approach to health information management. medical app, healthcare system, secure data, and doctor office.Doctor touching transparent screen with patient information, innovative health solutions. digital healthcare records, medical technology, AI diagnostics, telemedicine, and smart medicine.Agent signing real estate deed, showcasing secure property contract deals, legal documentation. Concepts buying, selling, renting, investment, and residential market.Doctor using digital tablet and laptop with medical appointment calendar icon, online booking system, e-health scheduling, and digital healthcare technology concept.Doctor working on a laptop while selecting a date on a calendar, representing medical scheduling and healthcare management.person wearing a smartwatch that tracks health data, with digital holographic visuals displaying vital health statistics like heart rate, temperature, and other health metrics.Human resource management technology (HR), Human resource manager touching human resource network structure and checks the CV online to choose the perfect employee for company, Effective recruitment.Happy and enjoy Stand out from the crowd and different creative idea concepts, Hierarchy, power,One different on better, higher level. Individuality. Unique. Management and leadership concept..Professional businessman using laptop to review performance indicators, Business growth charts, Market research data for financial and investment decisions. Strategic planning and corporate success.HRM, Human resource management, Recruitment Strategy, Job application process, Candidate interview. Finding the right talent to enhance corporate growth and build an effective organizational culture.Online customer satisfaction Survey service concept, client rate service from experience in application,Consumer give five-Stars and feedback review for quality, Business reputation ranking from buyerHousing market trends with increasing property value and economic forecast.Real estate investment and property market analytics, financial growth trends.AI smart automation, Artificial intelligence in daily life, Enhancing human lives and business efficiency with artificial intelligence and future technologies, Machine learning, Data analysis.Customer using tablet give five star rating, Submit satisfaction survey through online application. Positive feedback highlight excellent service and product quality, improving brand reputation.imageimageimage

1 Answer

0 votes
by (675,630 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো প্রাণীর ছবিতে যদি এমনভাবে আর্ট করা হয় যে, দেখার পর আর প্রাণীর ছবি বুঝা যায় না, তাহলে সেই অঙ্কনকাজ হারাম থেকে বাহির হয়ে যাবে। কিন্তু যদি দেখার পর সেটাকে প্রাণীর ছবিই মনে হয় বা সেটা প্রাণীর দিকে ইঙ্গিত দেয়, তাহলে সেটা হারামই থাকবে।

কিন্তু যদি সমস্ত চেহারাকে মিটিয়ে দেয়া হয় অথবা মাথাকে কর্তন করে দেয়া হয় কিংবা মাথা এবং শরীরের মধ্যে কর্তন রেখা এটে দেয়া হয়, তাহলে যেহেতু এটা দ্বারা বাস্তবিক কোনো ছবি বুঝা যাবে না বা সেটা কোনো ছবির দিকে ইঙ্গিত করবে না, তাই অবশ্যই সেটার রুখসত থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/92238

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার প্রদত্ব ছবিগুলিতে যদিও মাথা কর্তিত অবস্থায় রয়েছে, কিন্তু এই ছবিগুলো শেষ পর্যন্ত ছবির দিকেই ইঙ্গিত বহন করে, এখানে মাথা কর্তিত সেটা বুঝা যাচ্ছে না, বরং মাথার ছবি উঠে নাই, সেটা বুঝা যাচ্ছে। তাই এরকম ছবি তৈরী করাটাও জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...