আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
• আমার সংক্ষিপ্ত পরিচিতি:
উস্তাদ, আমি আলহামদুলিল্লাহ ভালো সিজিপিএ সহ বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছি। বর্তমানে বুয়েট-এ মাস্টার্সে অধ্যয়নরত আছি এবং এখন পর্যন্ত পর্দা ও মাহরাম সম্পর্কিত বিধান মেনে পড়াশোনা চালিয়ে যেতে পারছি — আলহামদুলিল্লাহ।
•উস্তাদ, আমার জিজ্ঞাসা হলো:
মাস্টার্স থিসিস চলাকালীন আমাকে ক্লাসের সামনে প্রেজেন্টেশন দিতে হবে এবং কোনো পুরুষ সুপারভাইজার থাকলে তাঁর সাথে কথোপকথন বা দিকনির্দেশনা নিতে হবে। যেহেতু তাঁরা শিক্ষক এবং বয়সে, পদমর্যাদায় অনেক বড় — এমন পরিস্থিতিতে শরিয়তের দৃষ্টিতে এটি কি পর্দার খেলাপ হবে?
যদিও একজন মহিলা সুপারভাইজার নির্বাচন করলে কিছু সমস্যা এড়ানো যায়, তবুও ডিফেন্স বা প্রেজেন্টেশনের দিন মিশ্র শ্রোতার (পুরুষ ও মহিলা) সামনে কথা বলতে হবে, উস্তাদ।
উস্তাদ, আমি দ্বিধাদ্বন্দ্বে আছি — একদিকে পড়ালেখা অনেকদূর এগিয়েছে, অন্যদিকে পর্দা রক্ষা নিয়ে আমার মনে সংশয় তৈরি হয়েছে। এ অবস্থায় মাস্টার্স শেষ করা কি শরয়ী দৃষ্টিতে (কুরআন ও হাদিস এর আলোকে) অনুমোদনযোগ্য হবে, নাকি এখানেই থেমে যাওয়াই উত্তম হবে উস্তাদ?
উস্তাদ, আপনার সঠিক পরামর্শ বা ফতোয়া পেলে অত্যন্ত উপকৃত হবো ইন শা আল্লাহ।
উক্ত প্রশ্নে কোনো ভুল, সীমাবদ্ধতা বা শিষ্টাচারগত ত্রুটি হয়ে থাকলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি উস্তাদ। আফওয়ান।
জাযাকাল্লাহু খাইরান।