আসসালামু আলাইকুম ,
আমি আল্লাহর চরম অবাধ্য পাপী বান্দা। নফসের তাড়নায় পড়ে জীবনে প্রচুর গুনাহ করেছি, আসমান জমিনের সীমা থেকেও বেশী মনে হয়।
আমার অনেক পাপের মধ্যে নিম্নোক্ত পাপ নিয়ে খুবি চিন্তিত:
আমি আমার কাজের জায়গায় কয়েক বছর মিলিয়ে সময়ের হিসাব এমনভাবে চুরি করেছি, যা হিসাব করলে কয়েক লক্ষাধিক টাকার সমান হয়। আমার কাজ টা ছিলো সময়ে ভিত্তিক, আমি সময়ের অনেক আগে কাজ শেষ করেও অতিরিক্ত সময় রিপোর্ট করেছি।
যেহেতু আমি এমন এক দেশে বসবাস করি, এখানে ঘন্টা হিসেবে বেতন দেয় এবং খুবি উচ্চমাত্রার বেতন হয় এই দেশে। তেমনি খরচও অনেক বেশি, আমি প্রায় অনেকটা টাকা খরচ করে ফেলেছি, আর বাকি টাকাটা যেটা আছে, এটা ছাড়া চলাও মুশকিল।
আমি কর্মসংস্থানে এটা পরবর্তীতে জানাই, যদিও আমি সঠিক টাকার হিসাব বলি নি, কিন্তু এটা বলেছি যে আমি এই পাপ করেছি। তারা আমাকে কিছু টাকা জরিমানা করে, এই ব্যাপারে আর কোনোরকম কথা বলতে নিষেধ করে।
কিন্তু আমি মানতে পারছি না, আমার ইচ্ছা হচ্ছে এই পাপের শরীয়াহ শাস্তি নিজেই নিজেকে প্রয়োগ করি, অর্থাৎ হাত কেটে ফেলি, আবার এইও মনে হয়, হাত ছাড়া চলতে কষ্ট হয়ে যাবে , তাই হাত টা আবার জোড়া লাগিয়ে নিবো , আমার বাসার পাশেই হস্পিটাল আছে।
আমি কি অতিরিক্ত ভাবছি? কিভাবে কাফফারা আদায় করবো? কোম্পানি এই ব্যাপারে কথা বলতেও নিষেধ করেছে, তারা বলেছে আমি স্বীকার করেছি, এটাই যথেষ্ট , আর যেনো এমন না করি।