শায়েখ, দয়া করে সমাধান জানাবেন..
১)স্বামী নিজেও তালাক দিবে না,খোলা তালাকেও সম্মতি দিচ্ছে না,যেহেতু বিয়ের কোনো রেজিস্ট্রি করা হয়নি তাই আদালতের মাধ্যমেও তালাক নেয়া সম্ভব হচ্ছে না।আবার স্বামী কাজীর কাছেও বিবাহ বিচ্ছেদের জন্য যেতে রাজি না।কিন্তু স্ত্রীর পক্ষে সংসার করা সম্ভব হচ্ছে না। জান,মালের আশঙ্কা করছে।এক্ষেত্রে করণীয় কী?
২)মেয়ের বাবা, বড়ো ভাই বেঁচে আছে। তা সত্ত্বেও কি মেয়ের বড়ো বোন এবং দুলাভাই মেয়ের অভিভাবক হতে পারবে?
(যেহেতু মেয়ে পরিবারকে লুকিয়ে বিয়ে করেছিলো,এখন তালাক নিতে চায়।মেয়ের বাবা,মা,ভাই কেউ এখনো এই বিয়ের ব্যাপারে জানে না। আর মেয়ে যাকে বিয়ে করেছে তার সাথে কুফু মিলছে না।এক্ষেত্রে মেয়ের বড়ো বোন/দুলাভাই কি অভিভাবক হয়ে বিয়ে ভেঙে দিতে পারবে?)