ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ফরজ গোসল আদায় করা প্রায় শেষ,শুধুমাত্র পা ধোয়া বাকি।এমন অবস্থায় যদি বায়ু নির্গত হয়,তাহলে আবার নতুন করে প্রথম থেকে সম্পূর্ণ গোসল করতে হবে না বরং গোসলের বাদবাকী কাজ সমাপ্ত করে নিলেই হবে। তবে অজু করা অবস্থায় দুয়েক অঙ্গ বাকী থাকাবস্থায় যদি অজু চলে যায়, তাহলে নতুন করে আবার অজু করতে হবে।(মালাবুদ্দা মিনহু-১/৪১)
الفقه على المذاهب الأربعة (1/ 49):
’’ومنها: أن لايوجد من المتوضئ ما ينافي الوضوء مثل أن يصدر منه ناقض للوضوء في أثناء الوضوء. فلو غسل وجهه ويديه مثلاً ثم أحدث فإنه يجب عليه أن يبدأ الوضوء من أوله. إلا إذا كان من أصحاب الأعذار‘
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফরয গোসল অবস্থায় অজু নষ্ট হলে, উক্ত গোসলকে আবার করতে হবে না। বরং পরবর্তীতে শুধুমাত্র অজু করে নিলেই হবে।
(২) রোজা অবস্থায় ফরজ গোসল করার সময় লজ্জা স্থানের ভেতর ঘষে দিলে যদি ঐ জায়গা শুকনো থাকে, পানি ঠিকমতো না পৌঁছায় তাহলে ফরয গোসল আদায় হবে না।