আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
হুজুর ফজরের নামাজে ইমাম সাহেব ছিল না।মুআজ্জিন এক বয়স্ক লোককে দাড় করিয়ে দেয়। তিনি সূরা ফাতিহাতে ইয়্যাকা নাস্তাঈনের জায়গায় নাস্ত্বইন ( তা এর জায়গায় ত্ব) পড়েছেন প্রতি রাকাতেই।সূরা বাকারায় ২৮৪ নং আয়াতে ওল্লহু আলা কুল্লি শাইইন ক্বদীরে - আলা এর জায়গায় ওয়ালা বলেছেন। ওয়াও এরপরে আইন না হামজা পড়েছেন বুঝতে পারতেছি না।বাকি বিভিন্ন জায়গায় মদের হরফে টানের ভুল আর আইন হামজা মিলিয়ে ফেলার ভুল যে আছে কিছুটা তা আন্দাজ করা যায়। এই ভুলগুলো বয়সের কারণে হয়েছে এরকম মনে হয় নি। এখন এই নামাজ কি দোহরিয়ে পড়তে হবে সবার?