আসসালামুআলাইকুম। আমার স্বামীর পক্ষ থেকে প্রশ্ন করছি।গত মার্চ মাসে একটি অনলাইন পেইজ থেকে কয়েকটি পাঞ্জাবি কেনা হয়েছিল। তার কিছুদিন পর পেইজ থেকে ১০০% ক্যাশব্যাক এর একটি অফার দেয় যেখানে বলা হয় যে সেই পাঞ্জাবি পরিহিত ছবি তাদের দিলে তারা সেখান থেকে ১০০ জন কে সিলেক্ট করে ছবিগুলো তাদের পেইজে আপলোড করবেন এবং তাদের ১০০% টাকা ব্যাক করবেন। প্রশ্ন হচ্ছে কেও যদি এই টাকা পেয়ে যায় তাহলে তা গ্রহণ করা কি জায়েজ হবে? (উল্লেখ্য যে ক্রয়ের সময় এমন কোনো অফারের কথা ক্রেতার জানা ছিল না।)