আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা মাকরুহ জেনেও যদি এই কাপ ব্যবহার করি তাহলে কি আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হবেন?প্যাডে তো দেখা যায় টুকটাক অসুবিধা হয় যেমন অনেক প্যাড লাগায় খরচ আছে , মাঝেমধ্যে চুলকানি হয়। আবার কাপড় ব্যবহারের দেখা যায় ধোয়ার সময় পানি এবং সময় দুটোই নষ্ট হয়। কিন্তু মেনস্ট্রুয়াল কাপে এসব নেই।তাই ব্যবহার করতে চাচ্ছিলাম আরকি।