আসসালামু আলাইকুম সম্মানিত উস্তাজ। এক স্ত্রী স্বামীর এবং শশুরবাড়ির জুলুমের স্বীকার হয়ে বাবার বাড়ি চলে যেতে চাইছে কারন তার মানসিক অবস্থা খুবই খারাপ।মনে হয় কিছু দিনপর এইগুলো ভাবতে ভাবতে পাগলই হয়ে যাবে কিন্তু স্বামী তাকে সুইসাইডের ভয় দেখায়,আর কালকে শশুর শাশুড়ীর সাথে কথা বলেছে।শশুর হ্যা বা না বলবে না আরে অনেক বেশিকথা শোনা লাগছে।মেয়েটি তাদের কাছে অপছন্দনীয় কারন হচ্ছে পর্দা।শশুরের মেয়ে আর মেয়ে জামাইকে কেউ কষ্ট দিলে কেউ তার মন পাবে না।সব একদিকে আর তার মেয়ে আরেকদিক।তার মেয়ে জামাই ঐ স্ত্রীর নামে প্রতিনিয়ত নালিশ দিয়েছে,এমনকি মেয়ের মার নামেও তার জামাই নালিশ দিয়েছে। তাদের এইসব আর সহ্য হয়না,সংসারে যেন পরগাছা মনে হয় নিজেকে।মেয়ের মা আার নানীর দোষ হয় তারা নাকি বাড়ি দেখতে এসে মেয়ে সব সামলাতে পারবে,(এটা তাদের ভাষায় না) কিন্তু তার যখন বিয়ে করাতে গিয়েছিল তখনও মেয়ে পরপুরুষের সামনে নিকাব সরাবেনা,কান্নাকাটি করেছিল তারপরও তারা বিয়েতে রাজি হয়েছিল তখনতো না করলোনা বিয়েতে,এখন এই মেয়েটা সব দিক দিয়ে জুলুমের স্বীকার।৬ মাসের প্রেগন্যন্ট অবস্থায় এসব আর সহ্য করতে পারছেনা,এখন চলে যেতে চাইলে স্বামী সুইসাইড এর ভয় দেখায় সবাই বিপক্ষে
১.মেয়েটি যদি তার মাকে ফোন দেয় ও আসতে বলে এবং আসার পার নিশ্চয়ই বাড়িতে অনেক কথাবলাবলি হবে এবং তখন গীবত বা কোনো হারাম কথা হলে মেয়েটির কি গুনাহ হবে?( স্বামী বলতে বারন করে)
২.আর তার স্বামী যদি সুইসাইড এর দিকে যায় তাহলে কি মেয়েটি খুনি হয়ে যাবে?
উস্তাদ দোয়া করবেন,একটা আল্লহর প্রিয় হতে চাওয়া মেয়ে কখোনো সামান্য বিষয়ে আলাদা হতে চাইবেনা অবশ্যই সমস্যা তার নিকট অসহনীয় পর্যায়ে চলে গেছে।