আসসালামু আলাইকুম।
আমার ছয় মাসের মেয়ে বাবু আছে। তাকে রুমের মধ্যে ছোট গামলাতে গোসল করাই। যেহেতু আমি একা তাই তিনবার পানি পরিবর্তন করে গোসল করানো হয়না। অর্থাৎ বাবুর গোসলের পানি নাপাক থাকে। রুমের মধ্যে সেই গোসলের পানি ছিটে জায়গায় জায়গায় পড়ে। মানে গামলার আশেপাশের ফ্লোরে পানি ছিটিয়ে পড়ে।
আমাদের টাইলসের রুম।টাইলসের রুম পানি চুষে নেয় কি না নিশ্চিত নই। কিন্তু ফ্যান ছেড়ে দিলে পানি শুকিয়ে টাইলসের ফ্লোর শুকনা হয়ে যায়, সেখানে পানির কোনো চিহ্ন আর অবশিষ্ট থাকে না,নাপাকির আছর থাকে না। এখন
১) এভাবে কী ফ্লোর পবিত্র হয়ে যাবে, যেখানে ভেজা পা নিয়ে হাঁটলেও সমস্যা নাই?
২) নাকি ঐ জায়গা তিনবার মুছতে হবে?
৩) তিনবার মুছার ক্ষেত্রে পরিষ্কার ভেজা একটি ন্যাকড়া দিয়ে পুরো রুম মুছে তারপর পানি দিয়ে ন্যাকড়া ধুয়ে, ন্যাকড়ার পানি নিঙড়িয়ে ২য় বার পুরো রুম মুছব।আবার পানি দিয়ে ন্যাকড়া ধুয়ে, পানি নিঙড়িয়ে ৩য় বার। এভাবে পুরো রুম পাক হবে?
৪) যদি ফ্যান না ছেড়ে ২-৩ ঘন্টা পড়ে দেখি টাইলসের ফ্লোর শুকিয়ে গেছে, তাহলে কি টাইলসের পানিশোষণ ক্ষমতা আছে,এটা ধরে নিব? আর তাহলে তো ফ্লোর পাক হয়ে গেছে, যেখানে ভেজা পা নিয়ে হাঁটলেও সমস্যা নাই ইনশাআল্লাহ।