আসসালামু আলাইকুম। আশা করি প্রশ্নটির উত্তর জানাবেন। আমি যে এলাকায় থাকি, সেখানে কুটির শিল্প নামে একটা মেলা শুরু হয়েছে কিছুদিন হলো। সেই সবাইকে মেলায় টিকেট কেটে প্রবেশ করতে হয়। মেলা কর্তৃপক্ষ টিকেটের গায়ে একটি টোকেন নাম্বার দিয়েছে। যে টোকেন নাম্বার দিয়ে প্রতিদিন র‍্যাফেল ড্র হয় এবং বিভিন্ন রকম(মোটরসাইকেল, রাইস কুকার, ডিনার সেট ইত্যাদি) পুরস্কার প্রদান করে। এমতাবস্থায় কেউ যদি টিকেট ক্রয় করে মেলায় যায় এবং র‍্যাফেল ড্র-তে নিজের টিকেটের টোকেন নাম্বারের মাধ্যমে পুরস্কার পায়, সেই পুরস্কার গ্রহণ করা জায়েজ হবে কি না?