আসসালামু আলাইকুম,
আমার বয়স ২৮ বছর। আমি ছাত্রাবস্থা থেকেই ৬টা টিউশান করে আমার পরিবারে অর্থনৈতিকভাবে, অবদান রেখেছি (নিজের।শরীরের সর্বোচ্চ ক্ষতিসাধন করে)। এখন বর্তমানে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছি। ২০১৯ সালে, আমার বাবা তার চাকরিটা হারায়, ফলশ্রুতিতে আমাকে পুরো সংসারের হাল ধরতে হয়েছিল। ২০২০ সালে করোনার সময় আমার বাবার চাকরির প্রতি কোনো আগ্রহ না দেখে আমি বাধ্য হয়ে বাবাকে চাকুরি খুজতে বলায় আমার বাবা মা দুজনই আমাকে মেরে বাসা থেকে বের করে দিত উদ্যত হয়। তখন, আমি আমার জন্য ছেলে দেখার কথাও বলেছিলাম। এবং, আমার মা বাবা আমার চরিত্র নিয়ে বাজে ইঙ্গিত প্রদান করেন। আজ পাঁচ বছর ধরে আমি বলেই যাচ্ছি কিন্তু তাদের কোনো ইচ্ছা নেই। বলে রাখা ভালো, আমার জমানো সব টাকা একবার আমাদের গ্রামের ঘর ঠিক করে আমাকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিবে বলে নিয়ে নিজের জন্য গয়না বানিয়েছেন। আমি প্রতিদিন ১২/১৩ ঘণ্টা বাইরে থেকে এসে আমার বাবা মা এর ইচ্ছা আমি বিসিএস এর প্রস্তুতি নিবো। আমার কোনো সেভিংস নেই আমার ছোট ভাই এর একজন কিছুদিন আগেও জুয়া খেলায় আসক্ত ছিলো এবং এইচএসসি (২০২৩) পাস করে এখন সে দিনমজুরের কাজ করে মাসে হয়তো ১ হাজারের মতন খরচ দেয় বাসায়। এ ব্যাপারে আমার ভাইকে কিছু বোঝাতে গেলে আমার মা প্রচন্ড উগ্র আচরণ করেন। আমার সর্বকনিষ্ঠ ভাই মা বাবা আমি কাউকেই গালিগালাজ আর মার থেকে রেহাই দেয়নি। আমাকে একবার মেরেছিল আর তাতে আমার মা খুব খুশি হয়েছিলেন। আমি প্রচন্ড অসুস্থ বলে আমার বাবাকে বলেছিলাম ডাক্তার দেখানোর কথা....সাথে সাথেই সে আমার মুখে লাথি তুলে বলেন যে, আমাকে এভাবে উনি লাথি দিয়ে ডাক্তারের কাছে নিবেন। তারপরেও আমি ওনার সাথে কথা বলি কারণ ৩দিনের বেশি কথা না বললে কি হবে তা তো জানি।
# আমার বাবা বামধারার রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তার মাজার প্রীতি মারাত্মক পর্যায়ের এবং এ নিয়ে তাকে বোঝাতে গেলে আমাকে আইসিস জঙ্গী ডাকেন। আমি পারিবারিক ভাবে কোনো দ্বীনি শিক্ষা পাইনি এবং আল্লাহর দয়ায় আমি হেদায়েত প্রাপ্ত হয়ে নিকাব পরার কারণে আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কোনো জঙ্গি সংস্থার সাথে যুক্ত আছি কিনা। আমার মা তাবিজে বিশ্বাস করেন, ঘরে আগে চুলায় মরিচ, পান এগুলো পড়াতেন। আমি পায়ে ধরে কান্নাকাটি করছিলাম যেন এগুলো না করে ইমান নষ্ট হবে। আমার।মা বাবা মাঝে মাঝে নামাজ পড়েন। বলেন, ওনাদের নামাজ পড়তে কষ্ট হয়, কিছু একটা আটকে রাখছে তাদের। গতকাল, বাসায় অনেক ঝামেলা হয়, আমিও অনেক তর্ক আর বেয়াদবি করে ফেলেছি। তাদের ভাষ্যমতে, আমাকে তারা পড়াশোনা করিয়েছিলেন এজন্য আমি তাদের ইনকাম করে খাওয়াতে বাধ্য।
এখন, আমাকে উত্তম নাসিহাহ দান করুন।
এখন আমার করণীয় কি?