আসসালামু আলাইকুম
১. কোন অবিবাহিত ছেলে যদি বলে যে
" আমার বউ যদি কমুক কাজ করে তাহলে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিব",
" বলব, বাপের বাড়ি চলে যা"
"সংসার করবো না"
"বউরে রাখবো না"
যদিও সবগুলো কথা ভবিষ্যৎ সূচক তারপরেও কি বিয়ের পর শর্ত যুক্ত তালাক বলে গণ্য হবে??
২. স্বামী যদি তার স্ত্রীকে স্ত্রীয়ের মায়ের সাথে তুলনা করে বলে বলে "same blood, তুমিও তোমার মায়ের মত এমন করো"
৩. বিশেষ মুহূর্তে স্বামী তার স্ত্রীকে বলল "আমি তোমার বাবু না? আমি বাবুদের মতো করে তোমার দু*....*ধু খাবো, বাবু হওয়ার পর ওটা খাবে আমি এটা খাবো"
৪. স্বামী বলল স্ত্রীকে যে "তোমার মায়ের মুখে কি তিল আছে? তিল খুব খারাপ জিনিস ,বংশে থাকলে হয়."
৫. স্ত্রীর চুলকে যদি স্বামী তার কোনো মাহরাম মহিলার চুলের সাথে তুলনা করে ...
২,৩,৪,৫ এর ক্ষেত্রে কি যিহার হবে???