আসসালামু আলাইকুম।
আমাদের বাড়িওয়ালা গতকাল মিষ্টি দিয়েছিল একটা বাটিতে ৬ টা। আমার চেয়ে বয়সে ছোট মেয়ে ছিল মেয়েটা, যে মিষ্টি নিয়ে আসছিল। দুইটা করে করে আলাদা কালার তিন রকমের। আমাদের এই দোতালায় আরো ৩ টা ফ্ল্যাট আছে। আর আমাদের ফ্ল্যাটে আমরা শুধু দুইজন মানুষ।
আমি শুধু আমাদের জন্যই কি না সব মিষ্টি জিজ্ঞেস না করেই সবগুলো ( আমার মনে ছিল না এটা জিজ্ঞেস করার কথা) নিছি, ভাবছিলাম বাটিতে যেহেতু আমাদের জন্যই তাহলে। কিন্তু এখন চিন্তা হচ্ছে, মেয়েটা তো কিছু বলেওনি। আর আবার জিজ্ঞেস করলেও তো লজ্জা পাবে সম্ভবত ওরা।
এই পরিস্থিতে আমার ইসলামের দৃষ্টিতে কী করা উচিৎ? আমার দ্বারা কি হক নষ্ট হলো কারো? দয়া করে জানাবেন প্লিজ।