আসসালামুআলাইকুম।রিলেশনশিপ যে হারাম।এটা আমি জানতাম না।শয়তানের ধোঁকায় পরে আমি রিলেশনশিপে যাই।পরে আমি জানতে পারি যে হারাম এটা।তখন গোপনে বিয়ে হয়।আমরা দুজনেই বিয়ে নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম।এর মধ্যে আমরা কয়েকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হই।চূড়ান্ত পর্যায়ে যা হয় তা হয়নি তবে যা হয়েছে তা সমপর্যায়েই বলা চলে।যেহেতু আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম,একেক মাযহাবের একেক মত তাই আমরা বিয়েটাকে পরবর্তীতে বাতিল ধরি যেহেতু বাবার অনুমতি ছিলো না।হানাফি মাযহাব অনুযায়ী বিয়েটা হয়ে গেছে। পরবর্তীতে আমি হেদায়েত পাই এবং রিলেশন থেকে বের হয়ে আসি যেহেতু জানতাম যে ওটা হারাম। হেদায়েত পাওয়ার পর আমি ফেসবুকে দেখি যে এমন মেয়েকে বিয়ে কেউ করে না।যদিও আমি আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছিলাম কিন্তু এগুলো ফাইট করার মতো আমার ইমান ছিলো না।আমি ঘুরেফিরে সেই রিলেশন কন্টিনিউ করতে যেতাম কারণ আমার উপায় নাই।কিন্তু ততদিনে সে অন্য রিলেশনে যায় এবং আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। যেহেতু বিশুদ্ধ মত অনুযায়ী বিয়ে হয়নি এবং হানাফি ফিকহ অনুযায়ী হয়েছে বিয়ে,তাই আমি সন্দেহ যেন না থাকে তাই তালাক নিয়ে নেই। আমি এখনো জানিনা আমি তালাকপ্রাপ্তা নাকি আমি যিনাহ করেছি।তবে আমি যিনাহটাকেই ধরে নিয়ে অনুতপ্ত থাকি।আমি আমার মনের অবস্থা কাউকেই বোঝাতে পারব না।আমি কখনো বিয়েই করতে চাইনা।কিন্তু একজন মেয়ের মাহরাম ছাড়া চলাটা অনেক কঠিন।আমার কোনো ভাইও নেই।বাবারও বয়স হয়ে গিয়েছে। কিন্তু একজন মানুষকে আমি ঠকাবো আমি ভাবতেও পারি না।আবার বিয়ে করাও আমার জন্য জরুরি। আমি এসব কাউকে কখনো বলতেই পারব না।আমি এত্ত খারাপ একজন মানুষ। নিজের প্রতি ই নিজের ঘৃণা লাগে। এদিকে বিয়ের বয়স হয়ে গিয়েছে। বাবা মা ও চাচ্ছে।কিন্তু আমি তো জানি আমি কত বড় পাপ করে ফেলেছি।পাত্রকেও তো এসব বলতে আমার রুচি কুলোবে না।এতটাই জঘন্য আমি।এখন কি করব আমি?সারাজীবন বিয়ে না করেই থাকতে হবে আমাকে?কেউ বিয়ে করবে না আমায়?আমি তালাকপ্রাপ্তা বা যিনাহ যাই হোক,এটা আমি কাউকেই কখনো বলতে পারব না।আর আমি যে হিদায়াত পেয়ে আল্লাহর জন্য গুনাহ ছাড়লাম এটার জন্য আল্লাহ আমাকে রিওয়ার্ড দিবেন না?নাকি একই লুপে বার বার আটকে যাওয়ার কারণে রিওয়ার্ড ক্যান্সেল হয়ে যাবে?আমার আসলে কি করা উচিত কি করব কিছু বুঝতে পারছি না।বিয়ের কথা ভাবলেই কেমন পাগল পাগল লাগে।কি হবে আমার।কি করব আমি?একটু বলবেন প্লিজ?আর আপনাদের কথা তো অনেক মানুষ শুনে। মানুষদের বলে দিবেন কারো অতীত গুনাহ নিয়ে এত বেশি কাউকে হীনমন্যতায় যেন তাদের না ফেলে।সবার মানসিক অবস্থা এক না।তাদের এই হীনমন্যতাবোধ দেয়ার কারণেই মানুষ ছেড়ে আসা গুনাহ আবার করতে যায়।অবশ্য এটা আমার পাপেরই শাস্তি।