আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
38 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
এক ছোট বোনের পক্ষ থেকে পোস্ট করছি, দয়া করে পরামর্শ দিবেন।
মেয়ে খুবই আল্লাহভীরু, ছোটবেলা থেকে। ওর বাবা-মা মারা গেছে, ভাই-বোন কিছু নাই। বিয়ের আগে যতটুকু জানা গেছে ছেলে দ্বীনদার। কিন্তু পরে দেখা যায়, সে গান শুনে বা রিলস দেখে, যার কারণে স্বাভাবিকভাবে নজরের হেফাজত হয় না।
মেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছে, দ্বীনের খাতিরে সে চাকরি করতে চায় না। কিন্তু ইদানীং ছেলের ফ্যামিলি ডিমান্ড করে মেয়ে যেন চাকুরী করে, কারণ ঐ পরিবারের অন্য বউরা চাকুরী করে। তো ছেলেও বলে চাকুরী করার কথা।

ছেলের বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুজন ভাগ্নে তার বাসায় থেকে পড়াশোনা করে। ছেলের মাঝে মাঝে নাইট ডিউটি থাকায় সে বাসায় থাকতে পারে না। মেয়ে এতে হেজিটেড ফীল করে। আবার রান্নাবান্না করে ওদের সামনে দিতে হয় বা সারাদিনে আসলে ঐ ভাগ্নেদের সামনে পড়ে যায় বিভিন্নভাবে। ছেলেকে কোনভাবেই এই অকওয়ার্ড সিচুয়েশনের কথা বললেও সে বুঝে না উল্টা বলে এরা ছেলের মতো।

ছেলে অফিস থেকে রাতে এসে ভাগ্নেদের রুমে চলে যায়। বেশ অনেক সময় নিয়ে ওখানে দাবা বা ক্যারাম খেলে।

ইদানীং ছেলে মেয়েকে সন্দেহ করে। ছেলে স্বপ্নে নাকি দেখে তার স্ত্রী অন্য ছেলের সাথে বাইকে উঠে চুল খুলে ঘুরে বেড়ায় ইত্যাদি।

এ অবস্থায় মেয়েটার করণীয় কি? বা এটা থেকে উত্তরণের কোন আমল বা পন্থা আছে কি না!

1 Answer

0 votes
by (674,490 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঐ মেয়ে তার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালবাসবে। স্বামীর মনে সন্দেহ জাগে, এমন কোনো কিছুই সে করবে না। স্বামীকে হেকমতের সাথে বুঝাবে।

ﺍﺩْﻉُ ﺇِﻟِﻰ ﺳَﺒِﻴﻞِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﺤِﻜْﻤَﺔِ ﻭَﺍﻟْﻤَﻮْﻋِﻈَﺔِ ﺍﻟْﺤَﺴَﻨَﺔِ ﻭَﺟَﺎﺩِﻟْﻬُﻢ ﺑِﺎﻟَّﺘِﻲ ﻫِﻲَ ﺃَﺣْﺴَﻦُ ﺇِﻥَّ ﺭَﺑَّﻚَ ﻫُﻮَ ﺃَﻋْﻠَﻢُ ﺑِﻤَﻦ ﺿَﻞَّ ﻋَﻦ ﺳَﺒِﻴﻠِﻪِ ﻭَﻫُﻮَ ﺃَﻋْﻠَﻢُ ﺑِﺎﻟْﻤُﻬْﺘَﺪِﻳﻦَ
আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন হেকমত তথা জ্ঞানের কথা বুঝিয়ে ও নরমভাবে উপদেশ শুনিয়ে, এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তাই ঐ ব্যক্তি সম্পর্কে বিশেষ ভাবে জ্ঞাত রয়েছেন, যে তাঁর পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং তিনিই ভাল জানেন তাদেরকে, যারা সঠিক পথে আছে।(সূরা নাহল-১২৫)

মেয়েটি তার স্বামীর হেদায়তের জন্য দু'আ করবে।আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻗَﺎﻝَ ﺭَﺑُّﻜُﻢُ ﺍﺩْﻋُﻮﻧِﻲ ﺃَﺳْﺘَﺠِﺐْ ﻟَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳَﺴْﺘَﻜْﺒِﺮُﻭﻥَ ﻋَﻦْ ﻋِﺒَﺎﺩَﺗِﻲ ﺳَﻴَﺪْﺧُﻠُﻮﻥَ ﺟَﻬَﻨَّﻢَ ﺩَﺍﺧِﺮِﻳﻦَ
তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে।(সূরা আল-মু'মিন-৬০)

সুন্দেহজনক সকল প্রকার কাজ থেকে বিরত থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...