আসসালামু আলাইকুম,
আমি ইসলামিকভাবে গোপনে একজনকে বিয়ে করি প্রায় ৩ বছর আগে। আমার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় রাগের মাথায় আমাকে তালাক দেন,এবং রুজুও করেন।এভাবে কয়েকবার তালাক দেন এবং আবার রুজু করেন। এখন আমার তিন তালাক হয়ে গেছে। আমরা হিল্লা ছাড়াই পরবর্তীতে আবার বিয়ে করে ফেলি। আমাদের মধ্যে মেলামেশাও হয় এবং বর্তমানে আমি প্রেগন্যান্ট। আমাদের বিয়ে কি হয়েছে? আর এখন আমাদের করণীয় কি?
আমরা তখন হিল্লার ব্যাপারটা জানতাম না।