আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমাদের ইউনিভার্সিটিতে যাদের হলে সিট দিতে পারে না তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। ইউনিভার্সিটি কে আগেই বলা হয়েছিলো তারা এই পদক্ষেপ নিতে দেরী করেছে।
এবছর গত ফেব্রুয়ারি থেকে মাসে ৩০০০৳ করে দেওয়া হয়েছে। কিন্তু, তখন আমি বাসা থেকে যেয়ে এসে ক্লাস করেছি। আমার বাসা অনেক দূরে এজন্য যাওয়া আসা করে অনেক কষ্টই হয়। আগের বছর আমি ১০ মাস ভাড়া ছিলাম। ভাড়া বেশি ৪৫০০৳ ছিল গত বছর জুলাই মাসে সব বন্ধ ছিল দেখে বাসা ছেড়ে দিছি। যদিও ডিসেম্বরেই বাসা নেওয়ার কথা ছিল কিন্তু, কিছু সমস্যা হওয়ায় বাসা নিতে পারিনি। আমি মে থেকে বাসা ভাড়া নিয়েছি এখন ভাড়া ৪০০০৳।
এখন আমার প্রশ্ন হচ্ছে আমি তো এই ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সমস্যার কারণে ভাড়া থাকতে পারিনি। তো এই ৩ মাসের বৃত্তি (৩০০০ x ৩ = ৯০০০৳) আমার জন্য হালাল হবে কি না?