বিকাশে একটা অপশন আছে Pay Later নামে। এতে কি হয়? মনে করেন আমি কোনও পণ্য কিনে বিকাশে Payment করতে গেলে যদি pay later সিলেক্ট করি তাহলে আমি সর্বোচ্চ ৬ মাসে টাকাটা পে করতে পারব। তারা প্রথমে Total টাকা দোকানদার/ Merchant কে দিয়ে দেয়। পরে আমি টাকাটা মাসে মাসে তাদেরকে পে করতে পারি। এই টাকাতে আবার ৯% ইন্টারেস্ট অ্যাড হয়। মানে আমি মাসে মাসে যে টাকা দেয়ার কথা তার থেকে ৯% বেশি দিবো। আর প্রথমবার Total টাকার ২০% দিয়ে দিতে হয়। ডাউন পেমেন্ট এর মতো । এখন এভাবে পণ্য কেনা কি জায়েজ হবে? বলে রাখা ভালো যে যদি ৭ দিনে পে করার অপশন সিলেক্ট করা হয় তাহলে interest অ্যাড হয় না। আর যদি ৩ মাস অথবা ৬ মাস সিলেক্ট করা হয় তাহলে ৯% অ্যাড হয়। এবং প্রতি মাসে কত টাকা করে পে করতে হবে ইন্টারেস্ট সহ তা দেখা যায় যদি pay later দিয়ে কেউ পেমেন্ট করে ফেলে।
বুঝার জন্য Video:
https://youtu.be/b2wgwdsxS4Y?si=fMdalt6Onld7XwAZ