১. আজ থেকে প্রায় চার-পাঁচ দিন আগে আমার স্বপ্নদোষ হয়েছিল। গোসলের সময় আমি লজ্জাস্থান তিনবার সাবান দিয়ে আলতোভাবে ধুয়েছি এবং পায়ের পাতাও একবার সাবান দিয়ে পরিষ্কার করেছি। এরপর একটি অটোতে করে বাইরে গিয়েছিলাম। এখন আমার মনে প্রশ্ন, যদি আমার গোসল পুরোপুরি ঠিকভাবে না হয়ে থাকে—অর্থাৎ বীর্য ভালোভাবে পরিষ্কার না হয়ে থাকে—এবং অটোতে বসার সময় ঘামে ভিজে তা সিটে লেগে যায়, তাহলে কি এটি নাপাক হয়ে যাবে? আমি তখন পায়জামা ও পাঞ্জাবি পরা ছিলাম। আজ আবার সেই একই অটোতে বৃষ্টিতে ভিজেছি এবং আগের জায়গায়ই বসেছি। এই অবস্থায় আমি কি নিজেকে পাক ধরে নেব, নাকি নাপাক হওয়ার কোনো সম্ভাবনা আছে?
প্রিন্টারের কালি ও কাগজের পবিত্রতা নিয়ে প্রশ্ন
২. কিছুদিন আগে আমার প্রিন্টারের প্রিন্ট হেড অংশে একটি জীবন্ত টিকটিকি পড়ে যায় এবং সেটি প্রিন্ট হেডের সাথে কিছুটা পিষে যায়। আমি প্রিন্টার খুলে টিকটিকিটি বের করে ফেলি। এখন আমার প্রশ্ন হলো, যেহেতু সেই একই জায়গা দিয়ে প্রিন্ট হওয়া কাগজ বের হয়, সে ক্ষেত্রে প্রিন্ট করা কাগজটি কি নাপাক হবে, যদিও কাগজটি সম্পূর্ণ শুকনোই থাকে?