ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আহলে হাদীস ফিরকা আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে শামিল কি না? এ নিয়ে ফুকাহায়ে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে। অধিকাংশ ফুকাহায়ে কেরামদের বক্তব্য হল, তারা আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে হাদীসদের সাথে বিয়ে শাদি জায়েয কি না? এ সম্পর্কে হানাফি সমস্ত ফুকাহায়ে কেরামদের মতামত হল, তাদের সাথে বিয়ে শাদি জায়েয। তবে যেহেতু বাস্তবিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই তাদের সাথে বিয়ে শাদি না করাই উত্তম।
لما في کفایت المفتی:
"ہاں اہلِ حدیث مسلمان ہیں اور اہلِ سنت والجماعت میں داخل ہیں ۔ ان سے شادی بیاہ کا معاملہ کرنا درست ہے محض ترکِ تقلید سے اسلام میں فرق نہیں پڑتا اور نہ اہلِ سنت والجماعت سے تارکِ تقلید باہر ہوتا ہے۔"(کتاب العقائد ج نمبر ۱ ص نمبر ۳۳۳،دار الاشاعت)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1067
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে পাত্র পাত্রী যেহেতু ভিন্ন মাযহাবের তাই উক্ত বিয়েতে অগ্রসর না হওয়াই উচিত।