আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ বিয়ের ক্ষেত্রে দুইজনের মাজহাব মিল হওয়া টা কতটা গুরুত্বপূর্ণ? পাত্র সালাফি এবং পাত্রী হানাফি মাজহাব অনুসরণ করে..পাত্র বলেছে যে সে অন্য মাজহাব কে সম্মান করে..বিয়ের পর তার স্ত্রী হানাফি মাজহাব অনুসরণ করলে তার কোনো সমস্যা নেই..শুধু বিদআাত করা থেকে বিরত থাকতে হবে..সেক্ষেত্রে বিয়েতে কি আাগানো উচিত?